menu-iconlogo
huatong
huatong
avatar

মেয়ে রে তুই মানুষ ভালানা-Meyere tui manus vala na

Upload By: Dukhi Morshedhuatong
100014915010huatong
Letra
Gravações
Song : Meye Re Tui Manush Vala Na

Singer : Riad Ahsan

Upload:Dukhi Morshed

মিউজিকঃ একটু অপেক্ষা করুন।

আজ নেশার ঘরে বেঁচে আছি নেশায় বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার হারাইলাম দু-কুল

আজ নেশার ঘরে মেতে আছি নেশায় বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার হারাইলাম দু-কুল

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মিউজিকঃ একটু অপেক্ষা করুন।

আপলোড: দুঃখী মোরশেদ

ওরে রোজ রাইতে নিকোটিনে ভরে আমার বুক

কেন ঘুমের ঘরে আজও দেখি তোরই মায়া মুখ

মিউজিকঃ একটু অপেক্ষা করুন।

আজ হৃদপিন্ড হইছে কালো ভেতর পুরে ছাই

তোর আজ কেন রে আমার প্রতি কোনই মায়া নাই

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মিউজিকঃ একটু অপেক্ষা করুন।

আপলোড: দুঃখী মোরশেদ

ও তুই আমার মাথায় হাত রাইখা করছিলি কসম

ছাইরা জাবি না কখনো ফুরাই গেলেও দম

মিউজিকঃ একটু অপেক্ষা করুন।

তবে আজ কেনরে আমার তুইটা অন্যের হলি

পাহাড় সমান কষ্ট বুকেভুইলারে গেলি

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

আজ নেশার ঘরে মেতে আছি নেশায় বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার হারাইলাম দু-কুল

আজ নেশার ঘরে মেতে আছি নেশায় বাঁচার মূল

তোরে ভালোবাইসা আমার হারাইলাম দু-কুল

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

মেয়েরে তুই মানুষ ভালা না

কেনো প্রেমের নামে করলি ছলনা

আপলোড: দুঃখী মোরশেদ

**সবাইকে অনেক ধন্যবাদ**

Mais de Upload By: Dukhi Morshed

Ver todaslogo

Você Pode Gostar