menu-iconlogo
huatong
huatong
upload-by-emon-o-maya-cover-image

O maya

Upload by Emonhuatong
𝕖𝓂𝑜𝐧𝓐h๓𝐞đhuatong
Letra
Gravações
একজনই বান্ধবী, জীবনে তুই সবই

নাই-নাই, তুই ছাড়া কেউ নাই রে

জীবনে তুই জানি বান্ধবী একজনই

নাই-নাই, তুই ছাড়া কেউ নাই রে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

বিপন্ন মন ভাবনায়

শান্তিনীড় সে খুঁজে পায়

বিপন্ন মন ভাবনায়

শান্তিনীড় সে খুঁজে পায়

এমনই বন্ধু সে যার সাথে মন মেশে

নদী যেমন হারায় সাগরে

যার সাথে মন মেশে এমনই বন্ধু সে

নদী যেমন হারায় সাগরে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

আঁধার এ ভালোবাসা

পাহাড়সম আশা

আঁধার এ ভালোবাসা

পাহাড়সম আশা

না রে না, কেউ নাই রে

পারতাম যদি বন্ধুরে দেখাতাম হৃদয়টা চিরে

পারতাম যদি বন্ধুরে, না রে না, কেউ নাই রে

দেখাতাম হৃদয়টা চিরে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

একজনই বান্ধবী, জীবনে তুই সবই

নাই-নাই, তুই ছাড়া কেউ নাই রে

জীবনে তুই জানি বান্ধবী একজনই

নাই-নাই, তুই ছাড়া কেউ নাই রে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

ও মায়া, মায়া রে

যত্ন করে রেখেছি তোরে মন মাঝারে

Mais de Upload by Emon

Ver todaslogo

Você Pode Gostar