😐🥺💔😕💘😕💔😕💘😕💔🥺😑
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
কারো আশার তরী হায় রে
পায় খুঁজে কিনারা
নিরাশারই আঁধার আমার
করে শুধু ইশারা
কারও আশার মালাখানি
কণ্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব
ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি
কেন জানি না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
চোখের কাছে সুখের পাখি
খাঁচায় ধরা দিলো না
এত কথা বোঝে পাখি
মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে
সে তো দূরে সরে রয়
সেই না ব্যথার বিষে হৃদয়
তিলে তিলে হয় রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি
কেউ কারো নয়
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
💔🥺💘😭😭😭💘🥺💔
🛡️Singing By🎤📀🎤USHNOTA.📽️
🎩Track arranged & uploaded by🎩
🔴USHNOTA 🔴