menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
#Forhad99

শুধু তোমারই জন্যে কেদেছি আমি

তুমি তো সুখেই আছো বেশ

শুধু তোমারই জন্যে কেদেছি আমি

তুমি তো সুখেই আছো বেশ

তুমি আমাকে কাঁদিয়ে বিরহে পরিয়ে

তিলে তিলে করে দিলে শেষ...

তুমি তো সুখেই আছো বেশ

শুধু তোমারই জন্যে কেদেছি আমি

তুমি তো সুখেই আছো বেশ

#Forhad99

তুমি তো মুঝনি চোখেরি কাজল

ফেলেছো কি ভুল করে দু ফোটা জল

তুমি তো মুঝনি চোখেরি কাজল

ফেলেছো কি ভুল করে দু ফোটা জল

তুমি বুঝবে কি করে অন্তর পোড়ালে

থাকে না তো কোন অবশেষ...

তুমি তো সুখেই আছো বেশ...

শুধু তোমারই জন্যে কেদেছি আমি

তুমি তো সুখেই আছো বেশ

#Forhad99

এ বুকে ধরেছি ব্যথারই পাহাড়

যেদিকে তাকাই দেখি অন্ধকার

এ বুকে ধরেছি ব্যথারই পাহাড়

যেদিকে তাকাই দেখি অন্ধকার

তুমি পারবে কি বল ফিরিয়ে দিতে

যে প্রেম হল নিঃশেষ...

তুমি তো সুখেই আছো বেশ

শুধু তোমারই জন্যে কেদেছি আমি

তুমি তো সুখেই আছো বেশ

তুমি আমাকে কাঁদিয়ে বিরহে পরিয়ে

তিলে তিলে করে দিলে শেষ...

তুমি তো সুখেই আছো বেশ

শুধু তোমারই জন্যে কেদেছি আমি

তুমি তো সুখেই আছো বেশ

শুধু তোমারই জন্যে কেদেছি আমি

তুমি তো সুখেই আছো বেশ

#Forhad99

Mais de Vijay Prakash/Yuvan Shankar Raja/Shalmali Kholgade

Ver todaslogo

Você Pode Gostar