menu-iconlogo
huatong
huatong
avatar

Mone pore

Warfazehuatong
ѕᴀ-ѕнᴀнᴇᴅ🎹вᴅ➐➊🇧🇩huatong
Letra
Gravações
Song: Mone Pore

Artist : Warfaze

Support Bangla Band Music...

Please Listen Music in Legal Way.

Use "Gaan App", "Radio Imagine"

মনে পড়ে

সেই রাতের কথা

তুমি আমি নদী তীরে একা বসে

কত যে গান

কত যে সুর

কত যে কথা

মনে পড়ে কি তোমারো

বলো না আমায়

তুমি বলো না

হু হু

বলো না আমায়

তুমি বলো না....

মনে পড়ে?

সেই দিনের কথা,

কেঁদেছিলে

আমিতো কখনো চাইনি

তোমায়, কষ্ট দিতে

তুমি কি তা জানো না?

বলো না আমায়

তুমি বলো না

হু হু

বলো না আমায়

তুমি বলো না.....

জানি আমি তুমি যে আমার

তবু কেন দিশেহারা

ভাবি আমি তুমি যে পাশে......

তবু কেন আছো দুরে?

মনে পড়ে..................?

Guiter Solo............

Upload by SA-Shahed

Listen music in legal way

Use "Gaan App"

জানি আমি এমনি জীবন

তবু জাগে মনে আশা...

ভরে যাবে স্বপনে জীবন

যদি তুমি থাকো পাশে......

মনে পড়ে সেই রাতের কথা

তুমি আমি নদী তীরে একা বসে

কত যে গান

কত যে সুর

কত যে কথা

মনে পড়ে কি তোমারো?

বলো না আমায়

তুমি বলো না

হু হু

বলো না আমায়

তুমি বলো না....

বলো না আমায়

তুমি বলো না....

হু হু

বলো না আমায়

তুমি বলো না....

বলো না আমায়

তুমি বলো না....

হু হু

বলো না আমায়

তুমি বলো না....

Mais de Warfaze

Ver todaslogo

Você Pode Gostar