menu-iconlogo
huatong
huatong
avatar

বেলা শেষে ফিরে এসে

আইয়ুব বাচ্চুhuatong
playmate8152002huatong
Тексты
Записи
বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণ চূড়ার রঙে এঁকেছি তোমায়

মুছোনা তুমি তারে দুঃখেরই ছুঁয়ায়

সাজিয়ে রেখো মন মনি কোঠায়

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণ চূড়ার রঙে এঁকেছি তোমায়

মনে পরে যায় প্রশ্ন হীনা ,

জোসনা ধোঁয়া রাতে কথপোকথন

চোখের ভাষায় হতো যতো,আগামী

দিনের স্বপ্নের আলাপন

কি ভুল করেছি আমি আমারই ভুলে

প্রতি নীরবতা আমাকে পোড়ায়

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণ চূড়ার রঙে এঁকেছি তোমায়

আমার যতো অপূর্ণতা, পারিনি

বুঝতে আমি পারিনি তোমায়

ভুলের মাশুল দিতে গিয়ে,

জীবন ভরে থাকে বিষন্নতায়

হারিয়ে বুঝেছি তুমি কি ছিলে আমার

কি ছিলে আমার তুমি বুঝনো না যায়

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণ চূড়ার রঙে এঁকেছি তোমায়

মুছোনা তুমি তারে দুঃখেরই ছুঁয়ায়

সাজিয়ে রেখো মন মনি কোঠায়

Еще от আইয়ুব বাচ্চু

Смотреть всеlogo

Тебе Может Понравиться