menu-iconlogo
huatong
huatong
avatar

Uraal debo aakaashe

আইয়ুব বাচ্চুhuatong
kisumucityhuatong
Тексты
Записи
অভিলাষী আমি,অভিমানী তুমি

হাজারো স্বপ্ন নিয়ে,সব কিছু ভুলে গিয়ে

পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে

জানে অন্তর্যামী,কেবা আগে পরে

সাবাইকে একা করে চলে যাবো অন্ধঘরে

এই শহর গাড়ি বাড়ি কিছুই যাবে না

আর কত এভাবে,আমাকে কাঁদাবে

আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে

এই বুকে যন্ত্রনা,বেশি সইতে পারি না

আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে ।

অহংকারী মানুষ,উড়ে রঙ্গিন ফানুস

টাকা ছাড়া তার দৃষ্টিতে,নেই

কিছু আর পৃথিবীতে

জায়গা জমি কিনতে সে থাকে বেহুশ

জমিদার শুধু জানে,সব ব্যাটা তারে মানে

পৃথিবীটা তার দখলে,সবকিছু তার কবলে

এক নিঃশ্বাস এর বিশ্বাস

নেই জমিদার কি জানে

আর কত এভাবে আমাকে কাঁদাবে

আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে

এই বুকে যন্ত্রনা বেশি সইতে পারি না

আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে ।

যখন যাবে চলে, কাকে যাবে বলে

কেউ যাবে না সঙ্গী হয়ে

পার পাবে না পালিয়ে গিয়ে

সবকিছু শুধু ঘটে যাবে,চোখের পলকে

হেরে যাবো আমি,হেরে যাবে তুমি

তাই বলি কেউ না জেনে,ব্যথা

দিও না কারও মনে

কারও মনে দুঃখ দিয়ে সুখ তো পাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে

আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে

এই বুকে যন্ত্রনা বেশি সইতে পারি না

আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে ।

অভিলাষী আমি অভিমানী তুমি

হাজারো স্বপ্ন নিয়ে সব কিছু ভুলে গিয়ে

পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে

জানে অন্তর্যামী কেবা আগে পরে

সাবাইকে একা করে চলে যাবো অন্ধঘরে

এই শহর গাড়ি বাড়ি কিছুই যাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে

আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে

এই বুকে যন্ত্রনা বেশি সইতে পারি না

আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে ।

Еще от আইয়ুব বাচ্চু

Смотреть всеlogo

Тебе Может Понравиться