menu-iconlogo
huatong
huatong
avatar

পিরিতি যে ভীষণ জালা

আকাশ মাহমুদhuatong
꧁Ⓜ️.𝐒𝐀𝐈𝐅𝐔𝐋♻️বন্ধন♻️꧂huatong
Тексты
Записи
==গানের কথাঃপিরিতি যে ভীষণ জ্বালা==

==কণ্ঠশিল্পীঃ আকাশ মাহমুদ==

==========

পিরিতি যে ভীষণ জালা সইনা এ পরানে,,

বুকের পাঁজর ভেঙে চুরে মারে রে গোপনে,,

==========

ওরে,পিরিতি যে ভীষণ জালা সইনা এ পরানে,,

বুকের পাঁজর ভেঙে চুরে মারে রে গোপনে,,

রাতের আঁধার যায় কেটে যায়,,,

চোখের ঘুম নিয়েছে বিদায়,,,

কেমন করে একলা থাকি তুমি বিহনে,,,

পিরিত ভীষণ জ্বালা রে সহে না এ পরানে,,

ও,পিরিত ভীষণ জ্বালা রে সহে না এ পরানে,,

==আপলোডঃ সাইফুল ইসলাম==

==অটুট বন্ধন ফ্যামিলি==

==চয়েজ বাইঃ সারা==

==N=S=S=ফ্যামিলি==

===========

নাইবা যদি আসবে আমার মনের পিঞ্জিরায়,,,,,,,,

নাইবা যদি হবে আমার কেন বাধিলে মায়ায়,,

===========

ও,নাইবা যদি আসবে আমার মনের পিঞ্জিরায়,,,,,,,,

ওরে,নাইবা যদি হবে আমার কেন বাধিলে মায়ায়,,

কলিজাটা যায়রে জ্বলে তোর নামেরি দাবানলে,,,

তুই নামের চাঁদ আর উঠে না মনের গগনে,,,,,,,

পিরিত ভীষণ জ্বালা রে সহে না এ পরানে,,

ও,পিরিত ভীষণ জ্বালা রে সহে না এ পরানে,,

==আপলোডঃ সাইফুল ইসলাম==

==অটুট বন্ধন ফ্যামিলি==

==চয়েজ বাইঃ সারা==

==N=S=S=ফ্যামিলি==

===========

মায়া দিয়ে বিষ মাখা তির মারলিরে বুকে,,,,,,,,,

জত দুঃখ দিলি আমায় ততই থাকিস সুখে,,,

===========

ও,মায়া দিয়ে বিষ মাখা তির মারলিরে বুকে,,,,,,,,

ওরে,জত দুঃখ দিলি আমায় থাকিস ততই সুখে,

সুখেরি চাঁদ আর আসে না,,

মনটা আমার আর হাসেনা,,

করবোনা প্রেম আর কখনো ছোট্ট জীবনে,,,

পিরিত ভীষণ জ্বালা রে সহে না এ পরানে,,

ও,পিরিত ভীষণ জ্বালা রে সহে না এ পরানে,,

===ধন্যবাদ সবাইকে===

Еще от আকাশ মাহমুদ

Смотреть всеlogo

Тебе Может Понравиться