menu-iconlogo
huatong
huatong
avatar

রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে

ইসলামিক গজল বাংলা গজলhuatong
montague6huatong
Тексты
Записи
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

রোজ বিহানে একটা পাখি,আল্লাহ আল্লাহ ডাকে

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

রোজ বিহানে একটা পাখি,আল্লাহ আল্লাহ ডাকে

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

দিকে দিকে সে সূর তোলে সারা..

ঘুম ভেঙ্গে যায় সে সূর শুনে

জাগে ঘুমের পাড়া

দিকে দিকে সে সূর তোলে সারা..

ঘুম ভেঙ্গে যায় সে সূর শুনে

জাগে ঘুমের পাড়া

রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে তখন শাঁখে শাঁখে

রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে তখন শাঁখে শাঁখে

রোজ বিহানে একটা পাখি,আল্লাহ আল্লাহ ডাকে

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

ফুলে ফুলে রঙ্গিন রেণু উড়ে..

মৌমাছিরা তখন শুধু ঘুরে...,

ফুলে ফুলে রঙ্গিন রেণু উড়ে..

মৌমাছিরা তখন শুধু ঘুরে...,

গুণ গুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে.

গুণ গুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে.

রোজ বিহানে একটা পাখি,আল্লাহ আল্লাহ ডাকে.

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

ভোরের বাতাস পাতায় পাতায় নাচে..

পাপড়ি ঝড়ে ঘাস ফুলেদের কাছে..,

ভোরের বাতাস পাতায় পাতায় নাচে..

পাপড়ি ঝড়ে ঘাস ফুলেদের কাছে..,

ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে..।

ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে..।

রোজ বিহানে একটা পাখি,আল্লাহ আল্লাহ ডাকে

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

রোজ বিহানে একটা পাখি,আল্লাহ আল্লাহ ডাকে

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে..

. M . .

জাযাকাল্লাহু খাইরান

Еще от ইসলামিক গজল বাংলা গজল

Смотреть всеlogo

Тебе Может Понравиться