menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার চোখ কাজল কালো

এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/যদি বউ সাজো গো/Andrew Kishorehuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Тексты
Записи
ছেলেঃ তোমার চোখ কাজল কালো

তোমার অঙ্গে রূপের আলো

তোমায় লাগছে এতো ভালো

আমার চোখ ফেরানো দায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

মেয়েঃ আমার চোখ কাজল কালো

আমার অঙ্গে রূপের আলো

তুমি বলছ আরো বলো

আমার শোনতে যে মন চায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

যদি বউ সাজি. গো

বুকে রেখো গো আমায়

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ ঘুম ভাঙ্গিবে তোমায় চেয়ে চেয়ে

কাজে যাবো তোমার আদর পেয়ে

ফিরবো ঘরে তোমার জন্যে ভালবাসা নিয়ে

মেয়েঃ রাখবো খোঁপা ফুল দিয়ে বেঁধে

সময় যাবে তোমারি গান সেধেঁ

মজার মজার খাবার রাখবো

তোমার জন্যে রেঁধে

চিরো জীবন-------

চিরো জীবন ঠাঁই দিয়ো তোমার দুটি পায়

ছেলেঃ যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

মেয়েঃ যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

-==আপলোড বাই মজিবুর==-

হাত দুটি ধরে তোমার হাতে

দিনে রাতে রেখো তোমার সাথে...

গয়না শাড়ি চাইবোনা গো সুখী নুনে ভাতে

ছেলেঃ ভাগ্যবানে পায়রে এমন বধু

তোমার কথা মধুর চেয়ে মধু

জানিনাতো হঠাৎ কখন করলে এমন জাদু

একি সুর-------

একি সুর তুমি আমি প্রাণের একতারা

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

মেয়েঃ যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

ছেলেঃ তোমার চোখ কাজল কালো

তোমার অঙ্গে রূপের আলো

তোমায় লাগছে এতো ভালো

আমার চোখ ফেরানো দায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

মেয়েঃ আমার চোখ কাজল কালো

আমার অঙ্গে রূপের আলো

তুমি বলছ আরো বলো

আমার শোনতে যে মন চায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

====ধন্যবাদ====

Еще от এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/যদি বউ সাজো গো/Andrew Kishore

Смотреть всеlogo

Тебе Может Понравиться