menu-iconlogo
huatong
huatong
--cover-image

একটা সেকেন্ড লাগে নারে আপলোড যুবরাজ

এন্ড্রু কিশোর ও কনক চাঁপাhuatong
scout_maritahuatong
Тексты
Записи
আআ,,আ,,আ,, আ

আ,আ আ,,,

হে,,,এ হে,হে,হে এ

হে হে হে হে

ছেলেঃএকটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

একটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

ভালোবেসে মন

একটা জীবন চায় শুধু বেঁচে থাকতে এ এ এ এ

মেয়েঃএকটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

একটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

ভালোবেসে মন

একটা জীবন চায় শুধু বেঁচে থাকতে এ এ এ এ

মেয়েঃ মনেরি পৃথিবীটা লিখে দিলাম

তোমাকে আমি প্রথম দেখে

ছেলেঃ তোমাকে কেড়ে নিতে পারবে না কেউ

আমার এ ছোট্ট জীবন থেকে

মেয়েঃওওও চোখের আড়ালে তুমি হারালে

পারবে না একা থাকতে এ এ এ এ

ছেলেঃ একটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

মেয়েঃএকটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

ছেলেঃ তোমারি চোখে আমি দু চোখ রেখে

পেয়েছি খুঁজে বাঁচার আশা

মেয়েঃ তোমারি হাতে হাত রেখে আমি

সাজাবো স্বপ্ন সুখের বাসা

হে,,,হে বুকেরি ভেতর সারাজীবন ভর

তোমাকে চাই রাখতে এ এ এ এ

মেয়েঃ একটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

ছেলেঃ একটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

মেয়েঃ ভালোবেসে মন

একটা জীবন চায় শুধু বেঁচে থাকতে এ এ এ এ

ছেলেঃ একটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

মেয়েঃএকটা সেকেন্ড লাগে নারে ভালোবাসতে

একটা মিনিট লাগে নারে কাছে আসতে

Еще от এন্ড্রু কিশোর ও কনক চাঁপা

Смотреть всеlogo

Тебе Может Понравиться