menu-iconlogo
huatong
huatong
--cover-image

আগে যদি জানতাম

এস আই টুটুলhuatong
sindi_k-10huatong
Тексты
Записи
আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

হো ও মন রে…

কিসের তরে রয়ে গেলি তুই।

হো ও মন রে…

কিসের তরে রয়ে গেলি তুই।

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

plz.. Like

বলেছিলি তুই যে আমায়

আমি নাকি ভুলে যাবো

ভুলে আমি ঠিকি তো যেতাম

পোড়া মনে তোরি কথা

বারে বারে বেজে ওঠে

পোড়া মনে তোরি কথা

বারে বারে বেজে ওঠে

তাই তোকে আর ভোলা হলো না রে

এই জ্বালা আর প্রাণে সহে না

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

ধন্যবাদ সবাইকে

Еще от এস আই টুটুল

Смотреть всеlogo

Тебе Может Понравиться