menu-iconlogo
huatong
huatong
avatar

আকাশ মাটির বুকে মিশে না মিশে-তন্ময়

তন্ময়huatong
✿⑅⃝💠𝐓𝐎𝐍𝐌𝐎𝐘✿⑅⃝💠🅣︎🅡🅝︎࿐huatong
Тексты
Записи
গানঃ আকাশ মাটির বুকে মিশে না মিশে

শিল্পীঃ এন্ড্রু কিশোর এবং কনকচাঁপা

আপলোড তন্ময় [ T R N ]

মেয়েঃ আকাশ মাটির বুকে মিশে না মিশে

এতো শুধু মানুষের কল্পনা

তোমার আমার প্রেম মিশে একাকার

এখন তো এটা আর গল্প না

তুমি আছো এ বুকে এ দুটি চোখে

মন চায় তোমাকে.....

ছেলেঃ আকাশ মাটির বুকে মিশে না মিশে

এতো শুধু মানুষের কল্পনা

তোমার আমার প্রেম মিশে একাকার

এখন তো এটা আর গল্প না

তুমি আছো এ বুকে এ দুটি চোখে

মন চায়,মন চায়,মন চায় তোমাকে.....

আপলোড তন্ময় [ T R N ]

ছেলেঃ আষাঢ় শ্রাবণ আর ভাদ্র আশ্বিন

এমনি করে কাটে কবিতার দিন

>>>>><শর্ট মিউজিক><<<<<

মেয়েঃ কবিতার লেখুনিতে দিয়েছো যে ঋণ

ভাবতে পারিনা তাই আমি তুমিহীন

ছেলেঃ তুমি ছিলে অলক্ষ্যে গল্পলোকে

মন চায়,মন চায়,মন চায় তোমাকে.....

আপলোড তন্ময় [ T R N ]

মেয়েঃ যতক্ষণ জীবনের চলবে এ শ্বাস

স্বপ্ন হয়ে তুমি রবে বারো মাস

>>>>>শর্ট মিউজিক<<<<<

ছেলেঃ এ হদয়ে করবো প্রেমেরই চাষ

দুজনে হয়ে যাব শেষ ইতিহাস

মেয়েঃ তুমি শুধু একজনই হাজার লোকে

মন চায় তোমাকে...

ছেলেঃ আকাশ মাটির বুকে মিশে না মিশে

এতো শুধু মানুষের কল্পনা

তোমার আমার প্রেম মিশে একাকার

এখন তো এটা আর গল্প না

তুমি আছো এ বুকে এ দুটি চোখে

মন চায় তোমাকে...

মেয়েঃ আকাশ মাটির বুকে মিশে না মিশে

এতো শুধু মানুষের কল্পনা

তোমার আমার প্রেম মিশে একাকার

এখন তো এটা আর গল্প না

তুমি আছো এ বুকে এ দুটি চোখে

মন চায়,মন চায়,মন চায় তোমাকে.....

......29.04.24........

Еще от তন্ময়

Смотреть всеlogo

Тебе Может Понравиться