menu-iconlogo
huatong
huatong
avatar

জীবনের আড়ালে যদি-তন্ময়

তন্ময়huatong
pinkylynn89huatong
Тексты
Записи
ছেলে:- জীবনের আড়ালে যদি, থাকে কোন জীবন

পৃথিবীর ওপারে যদি, থাকে কোন ভুবন

সেই পৃথিবীতে থাকবো,আমরা দু'জ'ন...

সেই জীবনেও থাকবো আমরা দু'জ'ন...

মেয়ে:- জীবনের আড়ালে যদি, থাকে কোন জীবন

পৃথিবীর ওপারে যদি, থাকে কোন ভুবন।

সেই পৃথিবীতে থাকবো,আমরা দু'জ'ন...

সেই জীবনেও থাকবো আমরা দু'জ'ন...

ছেলে:- ভাবতেও পারি না, সইতেও পারি না, আর কারো হবে তুমি..

স্বপ্ন দেখেছি, ছবি এঁকেছি অন্তরে তোমার আমি...

মেয়ে:- ভাবতেও পারি না, সইতেও পারি না, আর কারো হবে তুমি...

স্বপ্ন দেখেছি, ছবি এঁকেছি অন্তরে তোমার আমি...

ছেলে:- সেই ছবি আঁকা থাকবে,লক্ষ জীবন

মেয়ে:- সেই জীবনেও থাকবো, আমরা দু'জ'ন...

ছেলে;- জীবনের আড়ালে যদি, থাকে কোন জীবন

মেয়ে:- পৃথিবীর ওপারে যদি, থাকে কোন ভুবন...

মেয়ে:- হাসতে শিখেছি, গাইতে শিখেছি, তোমারই প্রেমের ছোঁয়ায়..

থাকবে লুকিয়ে, রাখবো জড়িয়ে, আমারই বুকে তোমায়...

ছেলে:- হাসতে শিখেছি, গাইতে শিখেছি, তোমারই প্রেমের ছোঁয়ায়...

থাকবে লুকিয়ে, রাখবো জড়িয়ে আমারই বুকে তোমায়..

মেয়ে:- এই বুকে তুমি থাকবে, সারাজীবন

ছেলে:- আর কোনদিনও ভিন্ন, হবো না দু'জ'ন..

মেয়ে:- জীবনের আড়ালে যদি, থাকে কোন জীবন..

ছেলে:- পৃথিবীর ওপারে যদি, থাকে কোন ভুবন...

ছেলে+মেয়ে:- সেই পৃথিবীতে থাকবো,আমরা দু'জ'ন..

সেই জীবনেও থাকবো,আমরা দু'জ'ন...

Еще от তন্ময়

Смотреть всеlogo

Тебе Может Понравиться