menu-iconlogo
huatong
huatong
avatar

কেমন করে ঘুমাও তুমি ফরজ করে কাজা।

নজরুল ইসলাম।huatong
💓💚💙ইসলামেরসৈনিক❤️💙💓huatong
Тексты
Записи
? বিসমিল্লাহির রহমানির রহিম ?

ও ও ও --- মানুষ

কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা?

এমনও তো, হতে পারে, তুমার যোহরে জানাজা,

কেমন করে ঘুমাও তুমি,

কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,

এমনও তো হতে পারে, যোহরের জানাজা,

তুমা, এমনতো হতে পারে যোহরে জানাজা,

? আপলোড নজরুল ইসলাম ?

মুসলিম হয়না জন্ম নিলেই, মুসলমানের ঘরে,

কাফের মুমিন তফাতটা হয়, সালাতের উপরে,

হে মানুষ, সালাতের উপরে।।

মুসলিম হয়না জন্ম নিলেই,মুসলমানের ঘরে,

কাফের মুমিন তফাতটা হয়,সালাতের উপরে,

এই জীবনে সালাত যেন।

ও ও ও ---এই জীবনে সালাত যেন,

হয় না কভু কাজা।

এমনও তো হতে পারে, যোহরে জানাজা,

তোমার, এমনও তো হতে পারে, জোহরে জানাজা।

? আপলোড নজরুল ইসলাম ?

বেনামাজির লাশ কবরেতে, রাখিবে যখন,

মাটির চাপে পাঁজরের হাড়,

ভাংবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন।।

বেনামাজির লাশ কবরেতে, রডখিবে যখন,

মাটির চাপে পাঁজরের হার, ভাংবে রে তখন,

বিষাক্ত ঐ সাপের ছোবল,

ও ও বিষাক্ত সেই সাপের ছোবল, বেনামাজির সাজা।

এমনও তো হতে পারে,

যোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে,

যোহরে জানাজা

? আপলোড নজরুল ইসলাম ?

বেনামাজি পাবে না হয়, নবীর শাফায়াত,

দোযখ হবে, শেষ ঠিকানা,

আঘাত আর আঘাত রে মন, আঘাত আর আঘাত,

বেনামাজি পাবেনা হায়, নবীর শাায়াত,

দোযখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত,

নামাজ বিনে পরকালে।।

ও ও ও ---নামাজ বিনে পরকালে,

পাবে না সে জাজা,

এমনও তো হতে পারে,

যোহরে জানাজা তোমার , এমনও তো হতে পারে,

যোহরে জানাজা,

কেমন করে ঘুমাও তুমি?

ও ও ও ---কেমন করে ঘুমাও তুমি,

ফজর করে কাজা,

এমনও তো হতে পারে,

যোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে,

যোহরে জানাজা,

এমনতো হতে পারে যোহরে জানাজা,

? ধন্যবাদ ?

Еще от নজরুল ইসলাম।

Смотреть всеlogo

Тебе Может Понравиться