menu-iconlogo
huatong
huatong
--cover-image

আমি চিরোতরে দুরে চলে যাবো

নজরুল গীতিhuatong
pretty6212huatong
Тексты
Записи
আমি চিরোতরে দুরে চলে যাবো

নজরুল গীতি

আমি চিরতরে দূরে চলে যাব

তবু আমারে দেব না ভুলিতে

আমিবাতাস হইয়া জড়াইব কেশ

বেণী যাবে যবে খুলিতে

তবু আমারে দেব না ভুলিতে।।

তোমার সুরের নেশায় যখন

ঝিমাবে আকাশ কাঁদিবে পবন

রোদন হইয়া আসিব তখন

তোমার বক্ষে দুলিতে

তবু আমারে দেব না ভুলিতে।।

আসিবে তোমার পরমোৎসব

কত প্রিয়জন কে জানে,

মনে প’ড়ে যাবে কোন্‌ সে ভিখারি

পায়নি ভিক্ষা এখানে।

তোমার কুঞ্জ পথে যেতে হায় চমকি’

থামিয়া যাবে বেদনায় দেখিবে

কে যেন ম’রে মিশে আছে

তোমার পথের ধূলিতে।।

তবু আমারে দেব না ভুলিতে

আমি চিরতরে দূরে চলে যাব

তবু আমারে দেব না ভুলিতে

Thank you

Еще от নজরুল গীতি

Смотреть всеlogo

Тебе Может Понравиться