menu-iconlogo
huatong
huatong
--cover-image

এ কি অপরূপ রূপে মা তোমায়

নজরুল গীতিhuatong
startdoinhuatong
Тексты
Записи
এ কি অপরূপ রূপে মা তোমায়

হেরিনু পল্লী জননী

এ কি অপরূপ রূপে মা তোমায়

হেরিনু পল্লী জননী

ফুলে ও ফসলে কাঁদা মাটি জলে

ঝলমল করে লাবনী

হেরিনু পল্লী জননী।

এ কি অপরূপ রূপে মা তোমায়

হেরিনু পল্লী জননী।।

রৌদ্র তপ্ত বৈশাখে তুমি

চাতকের সাথে চাহ জল

আম কাঁঠালের মধুর গন্ধে

জ্যৈষ্ঠে মাতাও তরুতল

ঝঞ্জার সাথে প্রান্তরে মাঠে

কভু খেল লয়ে অশনি....

হেরিনু পল্লী জননী।

এ কি অপরূপ রূপে মা তোমায়

হেরিনু পল্লী জননী।।

কেতকী কদম যুথীকা কুসুমে

বর্ষায় গাঁথ মালিকা

পথে অবিরল ছিটাইয়া জল

খেল চঞ্চলা বালিকা....

তড়াগে পুকুরে থৈ থৈ করে

শ্যামল শোভার নবনী...

হেরিনু পল্লী জননী।

এ কি অপরূপ রূপে মা তোমায়

হেরিনু পল্লী জননী।।

শাপলা শালুকে সাজাইয়া সাজি

শরতে শিশিরে নাহিয়া

শিউলী ছোপানো

শাড়ি পড়ে ফেরো

আগমনী গীত গাহিয়া

অঘ্রাণে মাগো আমন ধানের

সুঘ্রানে ভরে অবনী...

হেরিনু পল্লী জননী।

এ কি অপরূপ রূপে মা তোমায়

হেরিনু পল্লী জননী।।

শীতের শূন্য মাঠে ফের তুমি

উদাসী বাউল সাথে মা

ভাটিয়ালী গাও

মাঝিদের সাথে গো.........

ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো.....

কীর্তন শোন রাতে মা.....

তুমি কীর্তন শোন রাতে মা....

ফাল্গুনে রাঙা ফুলের আবীরে

ফাল্গুনে রাঙা ফুলের আবীরে

রাঙাও নিখিল ধরনী

হেরিনু পল্লী জননী।

এ কি অপরূপ রূপে মা তোমায়

হেরিনু পল্লী জননী

ফুলে ও ফসলে কাঁদা মাটি জলে

ঝলমল করে লাবনী

হেরিনু পল্লী জননী।

এ কি অপরূপ রূপে মা তোমায়

হেরিনু পল্লী জননী।।

Еще от নজরুল গীতি

Смотреть всеlogo

Тебе Может Понравиться