menu-iconlogo
huatong
huatong
--cover-image

কেউ ভুলে না কেউ ভুলে

নজরুল গীতিhuatong
nwatlington26huatong
Тексты
Записи
কেউ ভুলে না কেউ ভুলে অতীত দিনের স্মৃতি।

নজরুল গীতি(সতিনাথ মুখার্জী)

কেউ ভুলে না কেউ ভুলে,

কেউ ভুলে না কেউ ভুলে,

অতীত দিনের স্মৃতি,

কেউ,ভুলে না কেউ ভুলে,..

অতীত দিনের স্মৃতি,

কেউ, ভুলে না কেউ ভুলে,..

কেউ,দুখ লয়ে কাঁদে,

কেউ,দুখ লয়ে কাঁদে,

কেউ, ভুলিতে গায় গীতি,

কেউ, ভুলিতে গায় গীতি,

কেউ, ভুলে না কেউ ভুলে,..

অতীত দিনের স্মৃতি,

কেউ ভুলে না কেউ ভুলে।

কেউ শীতল জলদে হেরে,অশনির জ্বালা ,

আ আ আ ,

কেউ, শীতল জলদে হেরে,অশনির জ্বালা,

কেউ,মুঞ্জরিয়া তোলে,কেউ,মুঞ্জরিয়া তোলে,

তার, শুষ্ক কুঞ্জ – বিথী,

তার, শুষ্ক কুঞ্জ – বিথী,

তার, শুষ্ক কুঞ্জ – বিথী,

কেউ, ভুলে না কেউ ভুলে।

কেউ, কমল মৃণালে হেরে, কাঁটা কেহ কমল,

কেউ, কমল মৃণালে হেরে, কাঁটা কেহ কমল,

কেউ, ফুল দলি’ চলে,

কেউ, ফুল দলি’চলে,

কেউ,মালা গাঁথে নিতি,

কেউ,মালা গাঁথে নিতি,

কেউ,মালা গাঁথে নিতি,

কেউ, ভুলে না কেউ ভুলে।

কেউ,জ্বালে না আর আলো,

তার, চির – দুখের রাতে,

কেউ জ্বালে না আর আলো ,আলো,

চির – দুখের রাতে,

কেউ,জ্বালে না আর আলো,

তার, চির – দুখের রাতে,

কেউ, দ্বার খুলি’ জাগে,

কেউ, দ্বার খুলি’ জাগে,

চায়, নব চাঁদের তিথি,

কেউ, দ্বার খুলি’ জাগে,

চায়, নব চাঁদের তিথি,

কেউ, ভুলে না কেউ ভুলে,

অতীত দিনের স্মৃতি,

কেউ, ভুলে না কেউ ভুলে।

Еще от নজরুল গীতি

Смотреть всеlogo

Тебе Может Понравиться