menu-iconlogo
huatong
huatong
--cover-image

একদিন মরন ছুয়ে যাবে

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
Тексты
Записи
শাওন ভাই এর রিকোয়েস্টর গান

আশা করি ভাল লাগবে

শিল্পীঃ মনির খান

একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে

ছেড়ে যেতে হবে তোমাকে

ভাবতেই ভেঙে যায় বুক

মরে যাওয়া চোখ দিয়ে

কী করে দেখবো

তোমার কান্নাভেজা মুখ

একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

শেষ দেখা দেখে দেবে চির বিদায়

শ্বেত বসনে দেহ মুড়িয়ে আমায়

শেষ দেখা দেখে দেবে চির বিদায়

শ্বেত বসনে দেহ মুড়িয়ে আমায়

চার বেহারার পালকি চড়ে

আমি চলে যাবো দূর থেকে দূরে

ভাবতেই ভেঙে যায় বুক

মরে যাওয়া চোখ দিয়ে

কী করে দেখবো

তোমার কান্নাভেজা মুখ

একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

জীবনের যত গ্লানি

পারি একা বইতে

তোমার দু'চোখে পানি

পারবো না সইতে

জীবনের যত গ্লানি

পারি একা বইতে

তোমার দু'চোখে পানি

পারবো না সইতে

তবু যেতে হয়, তবু যেতে হবে

হয়তো জানিয়ে, নয় নিঃশব্দে

ভাবতেই ভেঙে যায় বুক

মরে যাওয়া চোখ দিয়ে

কী করে দেখবো

তোমার কান্নাভেজা মুখ

একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে

ছেড়ে যেতে হবে তোমাকে

ভাবতেই ভেঙে যায় বুক

মরে যাওয়া চোখ দিয়ে

কী করে দেখবো

তোমার কান্নাভেজা মুখ

একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে

Еще от নবধারা

Смотреть всеlogo

Тебе Может Понравиться