menu-iconlogo
huatong
huatong
avatar

নদীর ঢেউয়ের পড়ে ঢেউ এসে

নাসিরhuatong
seventh_from_adamhuatong
Тексты
Записи
নদীর ঢেউয়ের পড়ে ঢেউ এসে...

ভাঙ্গেরে.. দুকূল....

মনের দুকূল ভাঙ্গলো তবু...

ভাঙ্গলো না.. তার ভুল..

shahid khan

নদীর ঢেউয়ের পড়ে ঢেউ এসে

ভাঙ্গেরে দুই কুল..

মনের দুকূল ভাঙ্গলো তবু

ভাঙ্গলো না তার ভুল আমার

মনের দুকূল ভাঙ্গলো তবু,

ভাঙ্গলো না তার ভুল

নদীর ঢেউয়ের পড়ে ঢেউ এসে

ভাঙ্গেরে দুই কুল..

মনের দুকূল ভাঙ্গলো তবু

ভাঙ্গলো না তার ভুল আমার

মনের দুকূল ভাঙ্গলো তবু,

ভাঙ্গলো না তার ভুল

shahid khan

ভাঙ্গে নদী তবু বুকে.

ধরে রাখে ঢেউ..

মনের মানুষ ব্যাথা দিলে

ভুলে যাই কি কেউ

ভাঙ্গে নদী তবু বুকে.

ধরে রাখে ঢেউ..

মনের মানুষ ব্যাথা দিলে

ভুলে..যাই কি কেউ

আপন করে মনের কাছে

টানলো না এক চুল..

মনের দুকূল ভাঙ্গলো তবু

ভাঙ্গলো না তার ভুল আমার

মনের দুকূল ভাঙ্গলো তবু,

ভাঙ্গলো না তার ভুল

shahid khan

চাঁদের আলোয় নদী হাসে.

ভাটাই জাগে চড়...

আমি তারে আপন ভাবী

আমায় ভাবে পড়...

চাঁদের আলোয় নদী হাসে.

ভাটায় জাগে চড়...

আমি তারে আপন ভাবী

আমায় ভাবে পড়

বন্ধুর মনে ভালোবাসার

ফুটলো না রে ফুল..

মনের দুকূল ভাঙ্গলো তবু

ভাঙ্গলো না তার ভুল আমার

মনের দুকূল ভাঙ্গলো তবু,

ভাঙ্গলো না তার ভুল

নদীর ঢেউয়ের পড়ে ঢেউ এসে

ভাঙ্গেরে দুই কুল..

মনের দুকূল ভাঙ্গলো তবু

ভাঙ্গলো না তার ভুল আমার

মনের দুকূল ভাঙ্গলো তবু,

ভাঙ্গলো না তার ভুল

নদীর ঢেউয়ের পড়ে ঢেউ এসে

ভাঙ্গেরে দুই কুল..

মনের দুকূল ভাঙ্গলো তবু

ভাঙ্গলো না তার ভুল আমার

মনের দুকূল ভাঙ্গলো তবু,

ভাঙ্গলো না তার ভুল

সমাপ্ত

Еще от নাসির

Смотреть всеlogo

Тебе Может Понравиться

নদীর ঢেউয়ের পড়ে ঢেউ এসে от নাসির - Тексты & Каверы