menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
ছেলেঃআমি দশজনারে বইলা যাই

পুরুষেরে সম্মান দিছে মালেক শাঁই,আমার মালেক শাঁই

মেয়েঃআমি দশজনারে বইলা যাই

মায়ের সমতুল্য ভবে কিছুই নাই,হায়রে কিছুই নাই

ছেলেঃআমি দশজনারে বইলা যাই

পুরুষেরে সম্মান দিছে মালেক শাঁই,আমার মালেক শাঁই

মেয়েঃআমি দশজনারে বইলা যাই

মায়ের সমতুল্য ভবে কিছুই নাই,হায়রে কিছুই নাই

ছেলেঃবাবা না থাকিলে তোমায় আনতো ভবে কে

হায়রে আনতো ভবে কে

মেয়েঃছোট্ট বেলায় লালন পালন করছে তোমায় কে

হায়রে করছে তোমায় কে

ছেলেঃবাবা না থাকিলে মায়ে দুগ্ধ পাইতো কই

হায়রে দুগ্ধ পাইতো কই

মেয়েঃবন্ধা নারী পাইলে তোমায় মাইরা করবো সই

হায়রে মাইরা করবো সই

ছেলেঃআমি দশজনারে বইলা যাই

পুরুষেরে সম্মান দিছে মালেক শাঁই,আমার মালেক শাঁই

মেয়েঃআমি দশজনারে বইলা যাই

মায়ের সমতুল্য ভবে কিছুই নাই,হায়রে কিছুই নাই

ছেলেঃপুরুষেরে ছয়গুন দিছে আমার মালেক শাঁই

হায়রে আমার মালেক শাঁই

মেয়েঃনারীর হইলো নয়গুণ পুরুষ তোমার জানা নাই

হায়রে তোমার জানা নাই

ছেলেঃপুরুষে না করলে বিয়া নারীর নাই উপায়

হায়রে নারীর উপায় নাই

মেয়েঃনারী একটু মান করিলে ধরে পুরুষ পায়

হায়রে ধরে পুরুষ পায়

ছেলেঃআমি দশজনারে বইলা যাই

পুরুষেরে সম্মান দিছে মালেক শাঁই, আমার মালেক শাঁই

মেয়েঃআমি দশজনারে বইলা যাই

মায়ের সমতুল্য ভবে কিছুই নাই,হায়রে কিছুই নাই

ছেলেঃতোমার মত একজন নারী রান্ধে আমার ভাত

হায়রে রান্ধে আমার ভাত

মেয়েঃআমার জন্য কত কষ্ট কর দিনরাত

পুরুষ কর দিনরাত

ছেলেঃনারী দিয়া বাড়ি গিয়া আমি পাও টিপাই

হায়রে আমি পাও টিপাই

মেয়েঃতোমার মায়ের পাও কি তুমি একদিন টিপ নাই

হায়রে একদিন টিপ নাই

ছেলেঃআমি দশজনারে বইলা যাই

পুরুষেরে সম্মান দিছে মালেক শাঁই,আমার মালেক শাঁই

মেয়েঃআমি দশজনারে বইলা যাই

মায়ের সমতুল্য ভবে কিছুই নাই,হায়রে কিছুই নাই

ছেলেঃস্ত্রীর বেহেশত থাকে স্বামীর পায়ের তলায়

হায়রে স্বামীর পায়ের তলায়

মেয়েঃমক্কা গেলে হবেনা হজ্ব দুঃখ পাইলে মায়

হায়রে দুঃখ পাইলে মায়

ছেলেঃমায়ের বড় হয়ে বাবায় আছে চিরদিন

হায়রে আছে চিরদিন

মেয়েঃকে সুধিতে পারে ভবে মায়ের দুধের ঋন

হায়রে মায়ের দুধের ঋন

ছেলেঃআমি দশজনারে বইলা যাই

পুরুষেরে সম্মান দিছে মালেক শাঁই,আমার মালেক শাঁই

মেয়েঃআমি দশজনারে বইলা যাই

মায়ের সমতুল্য ভবে কিছুই নাই,হায়রে কিছুই নাই

ছেলেঃআমি দশজনারে বইলা যাই

পুরুষেরে সম্মান দিছে মালেক শাঁই,আমার মালেক শাঁই

মেয়েঃআমি দশজনারে বইলা যাই

মায়ের সমতুল্য ভবে কিছুই নাই,হায়রে কিছুই নাই

ছেলে/মেয়েঃআমরা দশজনারে বইলা যাই

মাতাপিতার সমতুল্য কিছুই নাই,হায়রে কিছুই নাই

আমরা দশজনারে বইলা যাই

মাতাপিতার সমতুল্য কিছুই নাই,হায়রে কিছুই নাই

Еще от ফজলুর রহমান বাবু/মমতাজ

Смотреть всеlogo

Тебе Может Понравиться