menu-iconlogo
huatong
huatong
avatar

আকাশের হাতে আছে একরাশ নীল

বাংলা গানhuatong
print.wisehuatong
Тексты
Записи
আকাশের হাতে আছে একরাশ নীল

কন্ঠঃবশীর আহমেদ ও আঞ্জুমান আরা বেগম

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরকারঃ সত্য সাহা

আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জোনাকি

তটিনীর বুকে মৃদু ছন্দ

আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জোনাকি

তটিনীর বুকে মৃদু ছন্দ

আমার এ দু’হাত শুধু রিক্ত

আমার এ দু’চোখ জলে সিক্ত

বুক ভরা নীরবতা নিয়ে অকারণ

বুক ভরা নীরবতা নিয়ে অকারণ

আমার এ দুয়ার হলো বন্ধ

আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জোনাকি

তটিনীর বুকে মৃদু ছন্দ

ভেবে তো পাইনি আমি কি হলো আমার

লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার

ভেবে তো পাইনি আমি কি হলো আমার

লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার…

বুঝি না কেমন করে বলবো

খেয়ালে কতই ভেসে চলবো

বলি বলি করে তবু বলা হলো না

বলি বলি করে তবু বলা হলো না

জানি না কিসে এতো দ্বন্দ্ব

আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জোনাকি

তটিনীর বুকে মৃদু ছন্দ

আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাসের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জোনাকি

তটিনীর বুকে মৃদু ছন্দ

Еще от বাংলা গান

Смотреть всеlogo

Тебе Может Понравиться