menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার হিয়ারো মাঝারে বান্ধিয়া

বৃষ্টিhuatong
"𝕸𝖎✮͜͡❤️JULIY✮͜͡🇧🇩𒁍"huatong
Тексты
Записи
তোমার হিয়ারো মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে...

তোমার হিয়ার মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে...

পাখিটারে গোপনে

--------------

রাইখো বুকে যতনে

পাখিটারে গোপনে

রাইখো বুকে যতনে

নইলে একদিন কান্দিবে..

<<<<<<<<<<<<

>>>>>>>>>>>

===========

পাখিটার নাম অঞ্জনা

দেখতে পাখি মন্দ...না...অ,,,

ডাক দিলে হৃদয় ডালে বসিবে

<<<<<<<<<<<<<<<<

পাখিটার নাম অঞ্জনা

দেখতে পাখি মন্দ...না...আ,,,,

ডাক দিলে হৃদয় ডালে বসিবে

পাখি বড় সেয়ানা...

প্রেম ছাড়া সে বোঝেনা...

পাখি বড় সেয়ানা...

প্রেম ছাড়া সে বোঝেনা...

ভালবাসলে সেও বাসিবে...

নইলে একদিন কান্দিবে...

পাখির বাড়ি প্রেম নগর

মধ্যে একখান শুন্য...ঘর...

অতি কাছে ডাক দিলে সে শুনিবে

Brist,,,,,,,,,,,,,,,,,,,

পাখির বাড়ি প্রেম নগর

মধ্যে একখান শুন্য...ঘর...

অতি কাছে ডাক দিলে সে শুনিবে

<<<<<<<<<<<<<

কুহু সুরে ডাক দিলে

প্রেমের পাখি যায় বনে

কুহু সুরে ডাক দিলে

প্রেমের পাখি যায় বনে

বাড়নো না শুনে সে যে আসিবে...

নইলে একদিন কান্দিবে...

? ? ? ?

"""""" Bristy""""""

এহেনো যৌবন কাল

ফুটলো ফুল গন্ধে মাতাল...

আর কত দুরে বলো থাকিবে

<<<<<<<<<

choice Munna

এহেনো যৌবন কাল

ফুটল ফুল গন্ধে মাতাল...

আর কত দূরে বলো থাকিবে

জাহাঙ্গীর রানা কয় তোর

হিয়াতে বানাইয়া ঘর

জাহাঙ্গীর রানা কয় তোর

হিয়াতে বানাইয়া ঘর

হৃদয় বিছাইয়া কাছে টানিবে...

নইলে একদিন কান্দিবে...

তোমার হিয়ার মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে...

তোমার হিয়ার মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে...

? ?

Еще от বৃষ্টি

Смотреть всеlogo

Тебе Может Понравиться