menu-iconlogo
huatong
huatong
avatar

নদীরে নদীরে তুই একটু দয়া কর

মনির খানhuatong
nnerouliatsoshuatong
Тексты
Записи
.....Singer sHiMuL.......

,,Follow Me ,,

নদীরে ও নদীরে তুই একটু দয়া কর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

নদীরে ও নদীরে তুই একটু দয়া কর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

MUSIC

চাঁন্দের হাসি ছিল আমার সোনার সংসারে

সেই হাসি তুই কাইরা নিলি

ভাইঙ্গা বারে বারে

চাঁন্দের হাসি ছিল আমার সোনার সংসারে

সেই হাসি তুই কাইরা নিলি

ভাইঙ্গা বারে বারে

ও তুই এই তো ভাংলি গেলো বছর...

এই তো ভাংলি গেলো বছর ধান কাউনের চর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

MUSIC

মরা কে আর মারবি কতো তোর কি মায়া নাই

শেষ সম্বল ভাইঙ্গা নিলে

কোখায় নিবো ঠাই

মরা কে আর মারবি কতো তোর কি মায়া নাই

শেষ সম্বল ভাইঙ্গা নিলে

কোখায় নিবো ঠাই

আমার মাথা গোজার জায়গা নাই আর

মাথা গোজার জায়গা নাই আর দুনিয়ার উপর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

নদীরে ও নদীরে তুই একটু দয়া কর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর

নদীরে ও হো নদীরে

Follow Me

.....Singer sHiMuL.......

Еще от মনির খান

Смотреть всеlogo

Тебе Может Понравиться