menu-iconlogo
huatong
huatong
--cover-image

সে আমার ছোট বোন (অরিজিনাল) || সুরজিৎ পাল ||

মান্না দেhuatong
༺᳀Singer_Surajit᳀༻huatong
Тексты
Записи
কথা ~ পুলক বন্দ্যোপাধ্যায়

শিল্পী ~ মান্না দে

সুর ~ সুপর্ণকান্তি ঘোষ

মার স্নেহ কাকে বলে জানি.না

বাবার মমতা কি বুঝতে না বুঝতেই

এ বিরাট পৃথিবীতে দেখ.লাম.

সে ছাড়া আমার আর কেউ নেই

সে আমার ছোট বো.ন

বড় আদরে.র ছোট বো.ন

সে আমার ছোট বো.ন

বড় আদরে.র ছোট বো.ন

মিউজিক

ভালো করে যখন সে কথা শেখেনি

তখন থেকেই সে গেয়ে যেত গান

বাজনার হাত ছিল ভালই আমার

তার সাথে বাজাতাম দিয়ে মন-প্রাণ

রাস্তায় ভিড় করে শুনত সবাই

অবাক হতো যে কত জ্ঞানী-গুণীজন

সে আমার ছোট বো.ন

বড় আদরে.র ছোট বো.ন

সে আমার ছোট বো..ন

বড় আদরে.র ছোট বো.ন

মিউজিক

ভোর বেলা তার গানে ঘুম ভাঙত

রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতাম

ভাইয়ের বাজনা আর বোনের গানে

সহজ সরল সেই দিন কাটাতাম

ছোট্ট একটি ঘর এ দু’টি মানুষ

এই ছিল আমাদের সুখের ভুবন

সে আমার ছোট বো.ন

বড় আদরে.র ছোট বো.ন

সে আমার ছোট বো..ন

বড় আদরে.র ছোট বো.ন

মিউজিক

একদিন যখন সে একটু বড়

প্রথম সুযোগ এলো এক জলসায়

মুগ্ধ শ্রোতারা তার কন্ঠ শুনে

দু’হাত ভরালো তার ফুলে.র তোড়ায়

ঘরে এসে আমায় সে করল প্রণাম

প্রথম ভরলো জলে আমা.র নয়ন

সে আমার ছোট বো.ন

বড় আদরে.র ছোট বো.ন

সে আমার ছোট বো..ন

বড় আদরে.র ছোট বো.ন

মিউজিক

তারপর কী যে হলো গান শুধু গা...ন

তারপর কী যে হলো গান শুধু গা..ন

ছড়িয়ে পড়লো তার আরো বেশী নাম

শ্রোতারা উজাড় করে দিল উপহার

দিল না সময় শুধু নিতে বিশ্রাম

ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে

আরো বেশী দিতে হবে বুঝে নিল মন

সে আমার ছোট বো.ন

বড় আদরে.র ছোট বো.ন

সে আমার ছোট বো..ন

বড় আদরে.র ছোট বো.ন

মিউজিক

একদিন শহরের সেরা জলসা

সেদিনই গলায় তার দারুণ জ্বালা

তবুও শ্রোতারা তাকে দিল না ছুটি

শেষ গান গাইলো সে পড়ে শেষ মালা

শিল্পের জন্যই শিল্পী শুধু

এছাড়া নেই যে তার অন্য জী.বন

নীর.ব হলো ছোট বো.ন

বড় আদরে.র ছোট বো.ন

নীর.ব হলো ছোট বো.ন

বড় আদরে.র ছোট বো.ন

মিউজিক

তার গান থেমে গেছে

নেই শ্রোতা আ.র

আমি একা বসে আছি

স্মৃতি নিয়ে তার.

আনন্দ নিয়ে গেছে

ওরা সকলেই

দুঃখটা হোক আ.জ

শুধুই আমা.র

অনুযোগ এত নয় এই শিল্পীর

ভাই-বোন, সকলেরই ভাগ্য-লি.খন

সে আমার. ছোট বো.ন.

বড় আদরে.র ছোট বো..ন

সে আমার ছোট বো..ন

বড় আদরে..র ছোট বো..ন

Еще от মান্না দে

Смотреть всеlogo

Тебе Может Понравиться