menu-iconlogo
huatong
huatong
avatar

Kemon kore boli tore koto

মুনিয়া মুন/সানুhuatong
🦋LITON_kabir™🀄🆄🆂🆁🀄huatong
Тексты
Записи
​কেমন করে বলি তােরে কতাে ভালােবাসি

তুই বিহনে শূন্য লাগে থাকনা পাশাপাশি

​কেমন করে বলি তােরে কতাে ভালােবাসি

তুই বিহনে শূন্যে লাগে থাকনা পাশাপাশি

​জনম জনম বুকের ভিতর রাখার ইছে জাগে

তুই বিহনে পৃথিবীটা শূন্যে শূন্যে লাগে

তাের প্রেমেতে এতাে মায়া বুঝিনি তাে আগে

​তুই বিহনে পৃথিবীটা শূন্যে শূন্যে লাগে

তাের প্রেমেতে এতাে মায়া বুঝিনি তাে আগে

​দুই চোখেতে স্বপ্ন, রে তুই আঁধারে আলাে..

আমার থেকে বড়াে বেশি বাসি তােকে ভালাে

​দুই চোখেতে স্বপ্ন, রে তুই আঁধারে আলাে..

আমার থেকে বড়াে বেশি বাসি তােকে ভালাে

জনম জনম বুকের ভিতর রাখার ইচ্ছে জাগে

তুই বিহনে পৃথিবীটা শূন্যে শূন্যে লাগে

তাের প্রেমেতে এতাে মায়া বুঝিনি তাে আগে

​তােকে ঘিরে এক মুঠো সুখ ভাবনা,তে আসে

অন্ত বিহিন ভালােবাসা, স্বপ্নে ভাসে

​তােকে ঘিরে এক মুঠো সুখ ভাবনাতে আসে

অন্ত বিহিন ভালােবাসা, স্বপ্নে ভাসে

জনম জনম বুকের ভিতর রাখার ইচ্ছে জাগে

তাের প্রেমেতে এতাে মায়া বুঝিনি তাে আগে

তুই বিহনে পৃথিবীটা শূন্য শূন্য লাগে

​কেমন করে বলি তােরে কতাে ভালােবাসি

তুই বিহনে শূন্য লাগে থাকনা পাশাপাশি

​কেমন করে বলি তােরে কতাে ভালােবাসি

তুই বিহনে শূন্যে লাগে থাকনা পাশাপাশি

​জনম জনম বুকের ভিতর রাখার ইচ্ছে জাগে

​ ​তুই বিহনে পৃথিবীটা শূন্যে শূন্যে লাগে

​ ​তাের প্রেমেতে এতাে মায়া বুঝিনি তাে আগে

​ ​তুই বিহনে পৃথিবীটা শূন্যে শূন্যে লাগে

​ ​তাের প্রেমেতে এতাে মায়া বুঝিনি তাে আগে

Еще от মুনিয়া মুন/সানু

Смотреть всеlogo

Тебе Может Понравиться