menu-iconlogo
huatong
huatong
avatar

ও গো আজ আমি পর হয়ে গেছি

রবিনhuatong
꧁●⃝❤R🌹A🌹B🌹I🌹N❤⃝●꧂huatong
Тексты
Записи
Singer - Shyam Kumar

Song - Ogo Aaj Ami Por Hoye Gechi (ওগো আজ আমি পর হয়ে গেছি)

ওগো আজ আমি পর হয়ে গেছি

তুমি পর কে আপন করেছো

নববধূ হয়ে সুখেরি মিনারে

অতীতকে ভুলে গিয়েছো।

ওগো আজ আমি পর হয়ে গেছি।

যেদিন তুমি পালকি চড়ে

চলে গেলে বহুদূরে বধূর সাজে।

চোখের জলে আমি দাঁড়িয়ে ছিলাম

তোমারি প্রতীক্ষায় পথের মাঝে

তুমি দেখেও দেখোনি, চিনেও চেনোনি

মুখটা ফিরিয়ে শুধু নিয়েছো..

মুখটা ফিরিয়ে শুধু নিয়েছ

ওগো আজ আমি পর হয়ে গেছি।

পথের কাঁটা ছিলাম না তো

পথ যে তোমায় শুধু করে দিয়েছি।

নিজের কথা আমি ভাবিনি কিছুই

তুমি যাতে সুখি হও তাই চেয়েছি,

তুমি বুঝেও বোঝনি, ভেবেও ভাবোনি

আঘাতে ভরিয়ে শুধু দিয়েছো..

আঘাতে ভরিয়ে শুধু দিয়েছ..

ওগো আজ আমি পর হয়ে গেছি।

কত সহজে আজকে তুমি

ভালোবাসা দু পায়ে মাড়িয়ে গেলে।

আশা ভরসার প্রদীপ জ্বেলে

নিজেকে আমার থেকে সরিয়ে নিলে,

ধরে রাখতে পারিনি, ধরা তো দাওনি

কখন যে উড়ে পালিয়েছো..

কখন যে উড়ে পালিয়েছ।

ওগো আজ আমি পর হয়ে গেছি

তুমি পরকে আপন করেছ

নববধূ হয়ে সুখেরি মিনারে

অতীতকে ভুলে গিয়েছ।

ওগো আজ আমি পর হয়ে গেছি..

Еще от রবিন

Смотреть всеlogo

Тебе Может Понравиться