SABBIR BD STAR MAKER 
CHOICE BY SABBIR 
তুমি আমার আমি তোমার রে........ বন্ধু, 
তুমি আমার আমি তোমার রে..... বন্ধু.. 
জানে প্রতিবেশী বন্ধুরে। 
আমারে বানাইলে মিছে দুষি 
বন্ধুরে...আমারে বানাইলে মিছে দুষি। 
 RATUL ======== 
তুমি আমার আমি তোমার রে বন্ধু.. 
জানে প্রতিবেশী বন্ধুরে। 
আমারে বানাইলে মিছে দুষি 
বন্ধুরে...আমারে বানাইলে মিছে দুষি। 
 SABBIR BD STAR MAKER 
CHOICE BY SABBIR 
 মন দিয়াছি, প্রান দিয়াছি 
রে.... বন্ধু 
তোমায় ভালবাসি। 
মন দিয়াছি, প্রান দিয়াছে 
রে....... বন্ধু 
তোমায় ভালবাসি। 
আশাছিল সারা জীবন রে... বন্ধু। 
থাকবো পাশাপাশি বন্ধুরে.. 
আমারে বানাইলে মিছে দুষি 
বন্ধুরে..আমারে বানাইলে মিছে দুষি। 
 SABBIR BD STAR MAKER 
CHOICE BY SABBIR 
সাবেক সৃতি, হইলে প্রতি রে....বন্ধু 
নয়ন জ্বলে ভাসি। 
সাবেক সৃতি, হইলে প্রতি রে.....বন্ধু 
নয়ন জ্বলে ভাসি। 
আহার নিদ্রা লয়না মনে রে.... বন্ধু 
 কাদি দিবানিশি, বন্ধু রে... 
 আমারে বানাইলে মিছে দুষি। 
বন্ধুরে...আমারে বানাইলে মিছে দুষি 
 SABBIR BD STAR MAKER 
CHOICE BY SABBIR 
মাজহারুলে বলে বন্ধুরে...... বন্ধু 
মিছা পরবাসী। 
মাজহারুলে বলে বন্ধুরে...... বন্ধু 
মিছা পরবাসী। 
সুখের আসে ভালবেসে রে বন্ধু...  
 হইলাম সর্বনাশী....বন্ধু রে 
 আমারে বানাইলে মিছে দুষি। 
বন্ধুরে..আমারে বানাইলে মিছে দুষি।