menu-iconlogo
huatong
huatong
avatar

গানেরই খাতায় স্বরলিপি | Ganeri khatay

রুনা লায়লা | Runa Laylahuatong
nunley51huatong
Тексты
Записи
গানেরই খাতায় স্বরলিপি লিখে

বলো কি হবে

জীবন খাতার ছিন্ন পাতা

শুধু বেহিসাবে ভরে রবে

গানেরই খাতায় স্বরলিপি লিখে

HuMaYuN

মনও নিয়ে লুকোচুরি খেলে

কোনও দিন যাবে পথে ফেলে

মনও নিয়ে লুকোচুরি খেলে

কোনও দিন যাবে পথে ফেলে

ফুরাবে আমার এ গান যবে

আমায় কি গো ডেকে নেবে জানি

নেবে না নেবে না নেবে না

গানেরই খাতায় স্বরলিপি লিখে

যে কুড়ায় কাঁচের গুড়ো

পথের ধারে ছিড়ে ফেলে

আঁচলে চন্দ্র ঢেকে

সে হয় খুশি পিদিম জ্বেলে..

গানশুনে ভাল লাগে যারে

এত দেখে চেনো নিকো তারে

গানশুনে ভাল লাগে যারে

এত দেখে চেনো নিকো তারে

ঠিকানা তোমার বল কবে

সুরের রেখায় এঁকে দেবে জানি

দেবে না দেবে না দেবে না

গানেরই খাতায় স্বরলিপি লিখে

বলো কি হবে

জীবন খাতার ছিন্ন পাতা

শুধু বেহিসাবে ভরে রবে

গানেরই খাতায় স্বরলিপি লিখে

Еще от রুনা লায়লা | Runa Layla

Смотреть всеlogo

Тебе Может Понравиться