menu-iconlogo
huatong
huatong
avatar

আমি কান পেতে রই

রেজা খাঁনhuatong
Reza_Khan_BPMC_15huatong
Тексты
Записи
আমি কান পেতে রই।

REZA_KHAN

আমি কান পেতে রই।

আমি কান পেতে রই..

ও আমার আপন হৃদয়

গহনদ্বারে বারে বারে

কান পেতে রই...

কোন্ গোপনবাসীর কান্নাহাসির

গোপন কথা শুনিবারে বারে বারে

কান পেতে রই...

============

REZA_KHAN

============

ভ্রমর সেথা হয় বিবাগি

নিভৃত নীল পদ্ম লাগি… রে

ভ্রমর সেথা হয় বিবাগি

নিভৃত নীল পদ্ম লাগি…. রে

কোন্ রাতের পাখি গায় একাকী

সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে

কান পেতে রই...

============

REZA_KHAN

============

কে সে মোর.. কেই… বা জানে

কিছু তার দেখি আভা

কিছু পাই অনুমানে

কিছু তার বুঝি না বা।

কে সে মোর….

কেই.. বা ..জানে

কিছু তার দেখি আভা

কিছু পাই অনুমানে

কিছু তার বুঝি না বা।

মাঝে মাঝে তার বারতা

আমার ভাষায় পায় কি কথা... রে

ও সে আমায় জানি পাঠায় বাণী

গানের তানে লুকিয়ে তারে বারে বারে

কান পেতে রই

আমি কান পেতে রই।

ও আমার আপন হৃদয়

গহন দ্বারে বারে বারে

কান পেতে রই...

কোন্ গোপনবাসীর কান্নাহাসির

গোপন কথা শুনিবারে বারে বারে

কান পেতে রই...

===যবনিকা==

Еще от রেজা খাঁন

Смотреть всеlogo

Тебе Может Понравиться