menu-iconlogo
huatong
huatong
avatar

করিমানা কাম ছাড়েনা মদনে

লালন গীতিhuatong
mspeikaipalmerhuatong
Тексты
Записи
করি মানা কাম ছাড়েনা

করি মানা কাম ছাড়েনা

করি মানা কাম ছাড়েনা

মদনে... মদনে....

প্রেম রসিকা হবো কেমনেরে দয়াল

প্রেম রসিকা হবো কেমনে

করি মানা কাম ছাড়েনা

করি মানা কাম ছাড়েনা

মদনে...মদনে....

প্রেম রসিকা হবো কেমনেরে দয়াল

প্রেম রসিকা হবো কেমনে

গান শেষে লাইক দিন প্লিজ

এই দেহেতে মদন রাজা করে কাচারি

কর আদায় করে লয়ে যায় হুজুরি

এই দেহেতে মদন রাজা করে কাচারি

কর আদায় করে লয়ে যায় হুজুরি।

মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারি

করে সে মুনশিগিরি, করে সে মুনশিগিরি,

গোপনে...গোপনে..

প্রেম রসিকা হবো কেমনেরে দয়াল

প্রেম রসিকা হবো কেমনে

করি মানা কাম ছাড়েনা

করি মানা কাম ছাড়েনা

মদনে....মদনে....

প্রেম রসিকা হবো কেমনেরে দয়াল

প্রেম রসিকা হবো কেমনে

গান শেষে লাইক দিন প্লিজ

চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা

আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না

চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা

আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না।

সাধু থাকে চেতন ঘরে,চোর সব পালায় ডরে

নইলে চোর লয়ে যাবে

নইলে চোর লয়ে যাবে

কোনখানে...কোনখানে...

প্রেম রসিকা হবো কেমনেরে দয়াল

প্রেম রসিকা হবো কেমনে

করি মানা কাম ছাড়েনা

করি মানা কাম ছাড়েনা

মদনে...মদনে...

প্রেম রসিকা হবো কেমনেরে দয়াল

প্রেম রসিকা হবো কেমনে

গান শেষে লাইক দিন প্লিজ

অধীন লালন বিনয় করে,সিরাজ সাঁই এর পায়

স্বামী মারিলে লাথি নালিশ জানাবো কোথায়

অধীন লালন বিনয় করে,সিরাজ সাঁই এর পায়

স্বামী মারিলে লাথি নালিশ জানাবো কোথায়

তুমি মোর প্রাণপতি,কি দিয়ে রাখবো রতি

কেমনে হব সতী

কেমনে হব সতী চরণে... চরণে...

প্রেম রসিকা হবো কেমনেরে দয়াল

প্রেম রসিকা হবো কেমনে

করি মানা কাম ছাড়েনা

করি মানা কাম ছাড়েনা

মদনে...মদনে...

প্রেম রসিকা হবো কেমনেরে দয়াল

প্রেম রসিকা হবো কেমনে

করি মানা কাম ছাড়েনা

করি মানা কাম ছাড়েনা

মদনে...মদনে...

প্রেম রসিকা হব কেমনেরে দয়াল

প্রেম রসিকা হব কেমনে

গান শেষে লাইক দিন প্লিজ

Еще от লালন গীতি

Смотреть всеlogo

Тебе Может Понравиться