menu-iconlogo
huatong
huatong
avatar

TMP/ Alga koresi mon/কবিতা," আলগা করেছি মন।"

লেখা : এম/লেখা : এম/tmphuatong
Himel_Kaifhuatong
Тексты
Записи
।। আলগা করেছি মন।।

লেখা : এম, এ শাহীন

পরিকল্পনা ও পছন্দ : সানজিদা মিতু

আপলোড : এম, এ শাহীন

""''''""""''""""''’"""""""""""""""""""''

"""""""""""""""""""""""""""""""""""""""

জোর করে মন ফেরানো যায় না

মন এক সংবেদনশীল সত্বা।

শক্ত করে ধরলে দুমড়ে মুচরে যায়

আবার আলগা করে ধরলে

হাত গোলে চলে যায়।

মন চলে মনের গতিতে।

মন চলে আপন আলোয়।।

জোর করে সময় ধরে রাখা যায় না।

সময় এক যাযাবর,

ধাববান গতিতে

আপন পথে চলে যায়।

সময়কে বাঁধনে বাঁধার চেষ্টা মানেই

কেবল স্নায়ুর ক্ষয়।

জোর করে প্রিয় হওয়া যায় না।

প্রিয় কিছু তো ---

গভীর ভালো লাগা থেকে আসে।

মনের মাধুরী মিশিয়ে,

সবটুকু আবেগ ঢেলে,

হৃদয় ছুঁয়ে দিতে হয়।।

জোর করে কাউকে --

জীবনে ধরে রাখা যায় না।

মানুষ থাকে মনে,

কামনায় - বাসনায় - প্রয়োজনে।

মানুষ থাকে চেতনায়, ব্যবহারে --

আচারে - আচরণে।।

জোর করে ভালো থাকা যায় না।

আবার --

জোরকরে মন্দ থাকাও যায় না।

নিছক ক্ষণিকের অভিমান,

অথবা, ভালো লাগার অভিনয়।

কিংবা বৃথাই আস্ফালন।

ভালো আর মন্দ জানে কেবল দেহ মন।

দেহের সাথে যেমন মনের টান,

তেমনি একে অপরের ব্যবধান

যোজন-- যোজন।।

আসলে, কোন কিছুতেই জোর করতে নেই।

এটা প্রকৃতির নিয়ম, অমোঘ নিয়ম।

মানুষ এখানে সত্যি অসহায়।।

মানুষই একমাত্র প্রাণী --

যারা স্বাধীন হয়ে জন্ম নিলেও

সর্বত্রই শৃঙ্খলিত দেখা যায়।।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ধন্যবাদ।

Тебе Может Понравиться