*আ-প-লো-র্ড- বাই*
*শাহারিয়ার ইসলাম*
**সুরের পাখি গ্রুপ**
==প্রথম পার্ট মেয়ে==
=দ্বিতীয় পার্ট ছেলে==
F>কতটা বছর এই, সুখ রবে গো
জীবনের প্রান্তে--হারালে অজান্তে
স্মৃতিরাই সাথী হবে গো-ও..ও..ও
M>কতটা বছর এই, সুখ রবে গো
জীবনের প্রান্তে--হারালে অজান্তে
স্মৃতিরাই সাথী হবে গো-ও..ও..ও
F>কতটা বছর এই, সুখ রবে গো
*আ-প-লো-র্ড- বাই*
*শাহারিয়ার ইসলাম*
**সুরের পাখি গ্রুপ**
F>এই বুকেরি ভিতরে এক, ছোট্ট যে ঘর
সে ঘর সাজিয়ে আমি, গড়েছি বাসর
M>এই জীবনটা যেন এক, শিশিরের বিন্দু
ভালোবাসা সীমাহীন, এক মহা সিন্ধু
F>তারই অতলে, ডুব দিয়ে দুজনে
বেঁচে রবো অনুভবে গো-ও..ও..ও
M>কতটা বছর এই, সুখ রবে গো
*আ-প-লো-র্ড- বাই*
*শাহারিয়ার ইসলাম*
**সুরের পাখি গ্রুপ**
M>এই চোখের জোনাকি দেখো, জলে টিপ টিপ
তোমার প্রেমের যেন, জ্বেলেছে প্রদীপ
F>এই রাত টাকে করে দাও, চিরতরে বন্দি
মনে মনে হয়ে গেছে, অমরন সন্ধি
M>এমন অমর সুখ, জানি না ভালবেসে
পেয়েছে কে বলো, কবে গো-ও..ও..ও
Fকতটা বছর এই সুখ রবে গো
জীবনের প্রান্তে--হারালে অজান্তে
স্মৃতিরাই সাথী হবে গো-ও..ও..ও
M>কতটা বছর এই, সুখ রবে গো
জীবনের প্রান্তে--হারালে অজান্তে
স্মৃতিরাই সাথী হবে গো-ও..ও..ও
F>কতটা বছর এই, সুখ রবে গো..
=====সমাপ্ত====