menu-iconlogo
huatong
huatong
avatar

ফুল দিতে হয়/H.PUTUL_WE

শিল্পীঃ মান্না দেhuatong
H.PUTUL_🆆🅴huatong
Тексты
Записи
ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে

ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে

বেশী জোরের গরম মুঠোর

বেশী আদর স..য় না

ডালে লাগায় যেমন ওরা

ওদের ছুঁয়ে ধরো আলগা ভাবে

যতই করো তার বেশী তো

ভালোবাসাই হয় না

ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে

ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে…

<=== H.PUTUL_WE===>

সৃষ্টি ছাড়া নিয়ম ভাঙ্গাঁ

ভালোবাসার রীতি.নিতী..

সৃষ্টি ছাড়া নিয়ম ভাঙ্গাঁ

ভালোবাসার রীতি..নিতী..

যখন আসে এমনি আসে

শুরু হলেই নেইকো ইতি

<=== মান্না দে ===>

সৃষ্টি ছাড়া নিয়ম ভাঙ্গাঁ

ভালোবাসার রীতি..নিতী..

যখন আসে এমনি আসে

শুরু হলেই নেইকো ইতি

স্বপ্ন দেখায় বলেই বুঝি

ওরা জাগিয়ে কথা কয় না

স্বপ্ন দেখায় বলেই বুঝি

ওরা জাগিয়ে কথা কয় না

যতই করো তার বেশী তো

ভালোবাসাই হ..য় না..

ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে

ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে..

<=== Hamid_WE===>

মন দিতে হ..য়

মন নিতে হ..য়

যেন চাঁদের ছায়া নদীর বুকে

মন দিতে হয়

মন নিতে হয়

যেন চাঁদের ছায়া নদীর বুকে

হেসেই হবে হাজার খানা

আপন আলো দেখার সুখে

যদিও জানো ঢেউয়ের গায়ে

ঐ সোনার আঁখর সয় না

যদিও জানো ঢেউয়ের গায়ে

ঐ সোনার আঁখর সয় না..

যতই করো তার বেশী তো

ভালোবাসা হয় না

ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে

বেশী জোরের গরম মুঠোর

বেশী আদর সয় না

ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে

ফুল দিতে হয়

ফুল নিত হয়

আলতো হাতে অন্জলীতে..

*** ধন্যবাদ ***

Еще от শিল্পীঃ মান্না দে

Смотреть всеlogo

Тебе Может Понравиться