menu-iconlogo
huatong
huatong
--cover-image

তব বিজয় মুকুট

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
62186931046huatong
Тексты
Записи
তব বিজয় মুকুট আজকে দেখি

সূর্য রাগের ঝলমল......

তবু দুঃখ ব্যথার মৃনাল কাঁটায়

ফুটলো সুখের শতদল...

সূর্য রাগের ঝলমল.......

তব বিজয় মুকুট আজকে দেখি

সূর্য রাগের ঝলমল......

----------------

এগিয়ে চলুক তব জয় রথ,

পুষ্পিত হোক সাধনার পথ,

এগিয়ে চলুক তব জয় রথ,

পুষ্পিত হোক সাধনার পথ,

তব শুভ্র মালার গৌরবেতে,

হোক না আরো উজ্জ্বল..

সূর্য রাগের ঝলমল.....

তব বিজয় মুকুট আজকে দেখি

সূর্য রাগের ঝলমল......

----------------

অনেক পূজার অঞ্জলি

আজ তব সিংহাসনের তলে,

সেথা একটি প্রণাম লুকিয়ে আছে

নীরব প্রেমের ছলে....

মৌন প্রাণের এই নিবেদন,

থাক না গোপন সারা জীবন,

তুমি নাই জানিলে কার চোখে আজ

আনন্দেরই আঁখি জল......

সূর্য রাগের ঝলমল......

তব বিজয় মুকুট আজকে দেখি

সূর্য রাগের ঝলমল......

-সমাপ্ত -

Еще от সন্ধ্যা মুখোপাধ্যায়

Смотреть всеlogo

Тебе Может Понравиться