menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার প্রেমে পড়েছি আমি /মনির খান,কনকচাঁপা

🦋⃟ᴠͥɪͣᴘͫAtik🐦𝄟⃝🦋huatong
❥͢≛⃝🕊️𝑨𝒕𝒊𝒌🦋𝒽𝒶𝓈𝒶𝓃4★🕊️huatong
Тексты
Записи
**তোমার প্রেমে পড়েছি আমি**

ছবি: বলোনা ভালোবাসি

শিল্পী: মনির খান ও কনক চাঁপা

________________________________

আপলোড বাই**আতিক**

চয়েস বাই***রুবি আহমেদ***

___________________________________________

M//তোমার প্রেমে পড়েছি আমি..ই

দোষ হলে ক্ষমা করে দিও।

তোমার প্রেমে পড়েছি আমি..ই

দোষ হলে ক্ষমা করে দিও।

যদি নির্দোষ হই তবে ভালোবেসে,

আমার হৃদয় ভরে দিও..ও।

তোমার প্রেমে পড়েছি আমি..ই

দোষ হলে ক্ষমা করে দিও।

________________________________

আপলোড বাই**আতিক**

চয়েস বাই***রুবি আহমেদ***

___________________________________________

F//প্রতিটি মানুষ ভালোবাসা চায়,

এতো কোনো অপরাধ নয়।

?

F//প্রতিটি মানুষ ভালোবাসা চায়,

এতো কোনো অপরাধ নয়।

জীবনও আছে ভালোবাসা নাই,

মরে যাবো তাও ভালো হয়।

M//যদি নির্দোষ হই তবে ভালোবেসে,

আমায় আপন করে নিও..ও।

F//তোমার প্রেমে পড়েছি আমি..ই

দোষ হলে ক্ষমা করে দিও।

যদি নির্দোষ হই তবে ভালোবেসে,

আমার হৃদয় ভরে দিও..ও।

M//তোমার প্রেমে পড়েছি আমি..ই

দোষ হলে ক্ষমা করে দিও।

________________________________

আপলোড বাই**আতিক**

চয়েস বাই***রুবি আহমেদ***

___________________________________________

F//সকালের ফুল বিকেলে ঝরে,

মানুষের জীবনও যে তাই।

?

F//সকালের ফুল বিকেলে ঝরে,

মানুষের জীবনও যে তাই।

পলোকে জীবন ফুরিয়ে যাবে,

কাছে এসো এক হয়ে যাই।

M//যদি নির্দোষ হই তবে ভালোবেসে,

আমার দু'হাত ধরে নিও..ও।

F//তোমার প্রেমে পড়েছি আমি..ই

দোষ হলে ক্ষমা করে দিও।

যদি, নির্দোষ হই তবে ভালোবেসে,

আমার হৃদয় ভরে দিও..ও।

M//তোমার প্রেমে পড়েছি আমি..ই

দোষ হলে, ক্ষমা করে দিও।

====ধন্যবাদ====

Еще от 🦋⃟ᴠͥɪͣᴘͫAtik🐦𝄟⃝🦋

Смотреть всеlogo

Тебе Может Понравиться