menu-iconlogo
huatong
huatong
andrew-kishorsabina-yasmin-sob-sokhire-par-korite-cover-image

Sob Sokhire Par Korite

Andrew Kishor/Sabina Yasminhuatong
rjohnson674huatong
Тексты
Записи
সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো ওআমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না,

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো ওআমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না,

ও সুজন সখিরে

প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই

মনের বদল মন দিতে হয়,

প্রেমের কথা জানিনা মনের বদল করি না

পাড়ের কড়ি লইবা যদি লও,

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

সখি গো ওআমি প্রেমের ঘাটের মাঝি

প্রেম ছাড়া প্রাণে বাঁচি না,

ও ঘাটের মাঝিরে

ভূতের মুখে রাম নাম আর লইও না

লজ্জা শরম আছে কি বা নাই,

রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না

তোমায় সখি ঘরে নিবার চাই,

তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়োনা

মাঝি গো ওআমি ফুলের বালা ফুলে

আমার দিকে নজর দিয়ো না,

ও সুজন সখিরে

প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই

মনের বদল মন দিতে হয়,

মনের মত মন মাঝি চেনা বড় দায়

আসল কি বা নকল কারে কয়,

যেমন খুশি তেমন করে যাচাই করে লও

সখি গো ওআমি প্রেমের ঘাটের মাঝি

মাঝ দড়িয়ায় নাও ডুবাবো না,

ও সুজন সখিরে

প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই

মনের বদল মন দিতে হয়,

প্রেমের কথা জানিনা মনের বদল করি না

পাড়ের কড়ি লইবা যদি লও,

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

সখি গো ওআমি প্রেমের ঘাটের মাঝি

প্রেম ছাড়া প্রাণে বাঁচি না,

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো ওআমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না,

Еще от Andrew Kishor/Sabina Yasmin

Смотреть всеlogo

Тебе Может Понравиться