menu-iconlogo
huatong
huatong
avatar

থাকতে যদি না পাই তোমায়

Abdul Hadihuatong
whitelodginghuatong
Тексты
Записи
ভাল বাসি বলে রে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু

আমায় কাঁদালে....

থাকতে যদি না পাই তোমায়

থাকতে যদি না পাই তোমায়

চাইনা মরিলে....

আমায় কাঁদালে.....

ভাল বাসি বলে রে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু

আমায় কাঁদালে.....

ভালবাসা করে যে জন.....

কাঁদিতে হয় অতি গোপন

ভালবাসা করে যে জন...

কাঁদিতে হয় অতি গোপন

শুস্ক বৃক্ষের কষ্ট যেমন

শুস্ক বৃক্ষের কষ্ট যেমন

পাতা নাই ডালে....

আমায় কাঁদালে..

ভাল বাসি বলে রে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু

আমায় কাঁদালে...

ভালবাসার এমন রীতি.....

কাঁদিতে হয় দিবা নিশি

ভালবাসার এমন রীতি...

কাঁদিতে হয় দিবা নিশি

তবু আমি মালা গাঁথি

তবু আমি মালা গাঁথি

পরেছি গলে....

আমায় কাঁদালে...

ভাল বাসি বলে রে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু

আমায় কাঁদালে....

তাই বুঝি আজ বুক ভেসে যায়

তাই বুঝি আজ বুক ভেসে যায়

নয়নের জলে.....

আমায় কাদালে....

ভাল বাসি বলে রে বন্ধু

আমায় কাঁদালে রে বন্ধু

আমায় কাঁদালে....

Еще от Abdul Hadi

Смотреть всеlogo

Тебе Может Понравиться

থাকতে যদি না পাই তোমায় от Abdul Hadi - Тексты & Каверы