menu-iconlogo
huatong
huatong
avatar

এক বুক জ্বালা নিয়ে বন্ধু | Ek Buk Jala Niye

Abdul Jabbarhuatong
legumbres5huatong
Тексты
Записи
এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

আমায় যদি তুমি বন্ধু মান

কিছু জ্বালা আমায় দাও

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

আমায় যদি তুমি বন্ধু মান

কিছু জ্বালা আমায় দাও

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

ছিলাম কোথায় আমি

বলো তুমি কোথায় ছিলে

ছিলাম কোথায় আমি

বলো তুমি কোথায় ছিলে

এক পলকের দেখায়

যানি মন কেরে নিলে

আ আ আআ আ

ও ও ওও ও

মনের টানে যদি আপন হলে

মন কেন লুকোতে চাও

আমায় যদি তুমি বন্ধু মান

কিছু জ্বালা আমায় দাও

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

কথা দিলাম বন্ধু

সাথী হয়ে রইবো পাশে

কথা দিলাম বন্ধু

সাথী হয়ে রইবো পাশে

তোমার তরে যদি মরতে হয় মরব হেসে

আ আ আআ আ

ও ও ওও ও

বন্ধুর বাধনে আজ তুমি

আমায় বেধে নাও

আমায় যদি তুমি বন্ধু মান

কিছু জ্বালা আমায় দাও

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কেন একা বয়ে বেড়াও

আ আ আআ আ

ও ও ওও ও

আ আ আআ আ

ও ও ওও ও

️ধন্যবাদ ️

Еще от Abdul Jabbar

Смотреть всеlogo

Тебе Может Понравиться