menu-iconlogo
huatong
huatong
abdul-jabbar--cover-image

তুমি সাত সাগরের ওপার হতে

Abdul Jabbarhuatong
monique20003415huatong
Тексты
Записи
তুমি সাত সাগরের ওপার হতে

শিল্পী:আবদুল জব্বার,শাহানাজ

প্রথম: মেয়ে কন্ঠ

দ্বিতীয়: ছেলে কন্ঠ

তুমি সাত সাগরের ওপার হতে,

আমায় দেখেছ

আর মন ভ্রমরের কাজল পাখায়,

ছবি একেছো...

আমি ময়ুর পঙ্খী নাও ভিড়িয়ে,

তোমায় দেখেছি,

আর প্রবাল দীপের পান্না ভেবে,

চেয়ে থেকেছি...

আগুন ঝরা ফাগুন যখন

এলো পলাশ বনে,

তোমার কথাই ভেবেছিলেম

আমি মনে মনে

আগুন ঝরা ফাগুন যখন

এলো পলাশ বনে,

তোমার কথাই ভেবেছিলেম

আমি মনে মনে

তোমার চোখে তাইতো খুশীর

পরাগ মেখেছি,

ওগো... তোমার চোখে তাইতো খুশীর

পরাগ মেখেছি

আমি ময়ুর পঙ্খী নাও ভিড়িয়ে

তোমায় দেখেছি...

আর প্রবাল দীপের পান্না ভেবে

চেয়ে থেকেছি...

শুকলা চাঁদের পঞ্চমিতে

সাগর যখন দোলে,

তোমার আশায় বসেছিলেম

বাতায়ন খুলে

শুকলা চাঁদের পঞ্চমিতে

সাগর যখন দোলে,

তোমার আশায় বসেছিলেম

বাতায়ন খুলে

দক্ষিন হাওয়ায় তাইতো তোমায়

চিঠি লিখেছি...

আমি...দক্ষিন হাওয়ায় তাইতো তোমায়

চিঠি লিখেছি...

তুমি সাত সাগরের ওপার হতে

আমায় দেখেছ...

আর মন ভ্রমরের কাজল পাখায়

ছবি একেছো...

আমি ময়ুর পঙ্খী নাও ভিড়িয়ে,

তোমায় দেখেছি...

আর প্রবাল দীপের পান্না ভেবে,

চেয়ে থেকেছি....

ধন্যবাদ সবাইকে

Еще от Abdul Jabbar

Смотреть всеlogo

Тебе Может Понравиться