menu-iconlogo
logo

Dhangkurakur Taak (From " Shastri")

logo
Тексты
ঢাংকুরাকুর ঢাংকুরাকুর তাক

বাজারে এবার সব মিলে মিশে বাজারে ঢাকুর

বাজারে এবার সব মিলে মিশে বাজারে ঢাকুর

শিউলি ফুলের সাথে কাশের শাড়ি কথা বলুক

ঘর জোর সাজা মা এসেছে

কাশর ঘন্টা শাখের আমি ঢাকের বাতি চলুক

হাত খুলে বাজা মা এসেছে

আয়রে ছুটে এই শরথে সবাই মিলেই বাঁচি

ধুনু চিতে ফুল ছোট ফুলের সাথে নাচি

সবাই পাশে পাশে আছি সবার কাছে কাছে আছি

এসেছে দুর্গা মাঝে

সকলের ভালোবাসায় উঠে উঠো আলোনা

আমাদের এই উঠলে হবে সরে যাব জাদু টোনা

বাজারে সব মিলে মিশে বাজারে চলছে ঢাকুর

ঢাংকুরাকুর ঢাংকুরাকুর তাক

আমার হাতে সর্বশক্তি সুরে তো মন

মানবে না যে আসবে তাই দুয়ারে সমন

শাস্ত্র মেনে উঠছে সূর্যমের জীবন

মান যদি কাটবে তবে আধারের ভুল

মান যদি কাটবে তবে আধারের ভুল

মানো যদি কাটবে তবে আধারের ভুল

ও ভয় কি এবার জয় হবে মা ঝে আছে ও

সব অসুখের ক্ষয় হবে মা ঝে আছে ও

সবাই পাশে পাশে আছি

সবার কাছে কাছে আছি এসেছে দুর্গা মা

আমাদের অঙ্গনে ভেজে উঠুক পূজোর গান

ভালো থাকা এ জীবনে সবাই নিক মা’র নাম

ঢাংকুরাকুর ঢাংকুরাকুর তাক

বাজারে এবার সব মিলে মিশে বাজারে ঢাকুর

বাজারে এবার সব মিলে মিশে বাজারে ঢাকুর