জানি না হারিয়েছি আমি কোন জালে
সীমানা পেরিয়েছি কবে কোন কালে
তবু না বলা সে কথা
তবু না বলা সে কথা
আজও পারিনি কিছুই বলতে যে তোমায়
অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে
আজও পারিনি কিছুই বলতে যে তোমায়
সেদিন দেখা হয়েছিল
সেদিন দেখা হয়েছিল
না দেখেই মনে মনে লিখে গেছি ছবি তার
সাক্ষী দিন, ঘুম না আসা রাতে আঁকা কবিতা
তবু ভেঙে নীরবতা
তবু ভেঙে নীরবতা
আজও পারিনি কিছুই বলতে যে তোমায়
অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে
আজও পারিনি কিছুই বলতে যে তোমায়
সেদিন দেখা হয়েছিল
সেদিন দেখা হয়েছিল
আজও পারিনি কিছুই বলতে যে তোমায়
অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে
আজও পারিনি কিছুই বলতে যে তোমায়
সেদিন দেখা হয়েছিল
সেদিন দেখা হয়েছিল