menu-iconlogo
huatong
huatong
avatar

Eto je Nithur Bondhu Jana Chilo Na-Badal-Aditi Chakraborty

Aditi Chakrabortyhuatong
Badal♫🅁🄱🄵🦋huatong
Тексты
Записи
চুল কালো, আঁখি কালো

কাজল কালো আরো

কাজলের চেয়ে কালো কি

বলতে কি কেউ পারো?

চুল কালো, আঁখি কালো

কাজল কালো আরো

কাজলের চেয়ে কালো কি

বলতে কি কেউ পারো?

আমি যারে বাসি ভালো

কাজলের চেয়েও কালো

আমি যারে বাসি ভালো

কাজলের চেয়েও কালো

হয় না যে তার তুলনা

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না গো

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না

দিলো না, দিলো না

নিলো মন, দিলো না

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না গো

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না।

Interlude

বক সাদা, দুধ সাদা

সাদা কাশফুল

কাশফুলের চেয়ে সাদা

বলো তো কোন ফুল

বক সাদা, দুধ সাদা

সাদা কাশফুল

কাশফুলের চেয়ে সাদা

বলো তো কোন ফুল

বন্ধুর প্রেমের ফুলের দাগা

কাশফুলের চেয়ে সাদা

বন্ধুর প্রেম-ফুলের দাগা

কাশফুলের চেয়ে সাদা

আমার ভাগ্যে হলো না

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না গো

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না

দিলো না, দিলো না

নিলো মন, দিলো না

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না গো

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না গো

এত যে নিঠুর বন্ধু

জানা ছিলো না।

Badal-RBF

Еще от Aditi Chakraborty

Смотреть всеlogo

Тебе Может Понравиться