আর হবে না তার সাথে কোনোদিনও দেখা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
আর হবে না তার সাথে কোনোদিনও দেখা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
সুখেরই নীড় পাইয়া সে যে চইলা গেছে পরের ঘরে
আমায় কইরা একা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
ছিলাম শুধু খেলার সাথী তারই জীবনে আমি
সবই ছিল অভিনয় তার, ছিল রে পাগলামি
ছিলাম শুধু খেলার সাথী তারই জীবনে আমি
সবই ছিল অভিনয় তার, ছিল রে পাগলামি
কী যে আঘাত দিলো যে সে বানায় আমায় বোকা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
এই কি ছিল বিধির হাতে আমার ভাগ্য লেখা?
এখন দুঃখ হইলো চিরসাথী, সঙ্গী আমার বেদনা
কষ্ট চাপা বুকের ভেতর দিচ্ছে কত যন্ত্রণা
এখন দুঃখ হইলো চিরসাথী, সঙ্গী আমার বেদনা
কষ্ট চাপা বুকের ভেতর দিচ্ছে কত যন্ত্রণা
দুখের বোঝা চাপাইয়া সে দিলো রে ধোঁকা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা রে
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
আর হবে না তার সাথে কোনোদিনও দেখা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
সুখেরই নীড় পাইয়া সে যে চইলা গেছে পরের ঘরে
আমায় কইরা একা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা
এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা