menu-iconlogo
huatong
huatong
avatar

Kalo Golap (কালো গোলাপ)

Adnan Kabirhuatong
shamimislamanomhuatong
Тексты
Записи
=======কালো গোলাপ=======

======আদনান কবির=======

Uploaded by...শামিম ইসলাম অনম ♥♥

আমি ডায়রির পাতায় আঁকি নারে তুই বেইমানের ছবি

মিথ্যে ছিল প্রেম তোর, মিথ্যে ছিল সবি

আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেঁথে,

সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে,

ওরে সেই কাঁটা এখন বিঁধছে আমার বুকে

Uploaded by...শামিম ইসলাম অনম ♥♥

কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা,

ডায়েরি এখন রক্তে ভেজা আমি নিরবতা,

কল্পনাতে দেখি ছবি ডায়েরির ভাঁজে ভাঁজে,

ইচ্ছে করে হারিয়ে যাই এখনো তোর মাঝে,

ওরে,কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা,

ডায়েরি এখন রক্তে ভেজা আমি নিরবতা,

কল্পনাতে দেখি ছবি ডায়েরির ভাঁজে ভাঁজে,

ইচ্ছে করে হারিয়ে যাই এখনো তোর মাঝে,

আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেঁথে,

সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে,

ওরে সেই কাঁটা এখন বিঁধছে আমার বুকে

Uploaded by...শামিম ইসলাম অনম ♥♥

একদিন তুই পাবি খবর আসবি ছুটে ওরে,

প্রান পাখি থাকবে না সেদিন দেহ খাঁচা ধরে

পাড়ি দেব শুন্যে আমি, থাক না তুই তোর মতো,

সময় পেলে ডায়রি খুলে দেখিস গল্প শত,

ওরে,একদিন তুই পাবি খবর আসবি ছুটে ওরে,

প্রান পাখি থাকবে না সেদিন দেহ খাঁচা ধরে

পাড়ি দেব শুন্যে আমি, থাক না তুই তোর মতো,

সময় পেলে ডায়রি খুলে দেখিস গল্প শত,

আমি কালো গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেঁথে,

সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে,

ওরে সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে

সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে,,,

ওরে গোলাপের সেই কাঁটা এখন বিঁধছে আমার বুকে,,,

Uploaded by...শামিম ইসলাম অনম ♥♥

==========ধন্যবাদ==========

Еще от Adnan Kabir

Смотреть всеlogo

Тебе Может Понравиться