শিরোনামঃ তুমি আমার আমি তোমার
শিল্পী - এন্ড্রু কিশোর ও রুনা লায়লা
==Aktar_NGA_Family==
=Choice By_RATNA_VAF=
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
ছেলেঃ তুমি আমার আমি তোমার
তুমি ছাড়া আমি নাই
মরণ যদি আসে কভু,একি সাথে মরতে চাই
মরণ যদি আসে কভু.. একি সাথে মরতে চাই
মেয়েঃ তুমি আমার আমি তোমার
তুমি ছাড়া আমি নাই
মরন যদি আসে কভু,একি সাথে মরতে চাই
মরণ যদি আসে কভু.. একি সাথে মরতে চাই
=====মিউজিক=====
====আপলোড বাই====
==Aktar_NGA_Family==
=Choice By_RATNA_VAF=
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
ছেলেঃ আমি যদি আসমান হইতাম
তুমি হইতা নিশি চাঁদ
আমার বুকে মুখ লুকাইতা
এক জীবনের এই তো সাধ।
==================
মেয়েঃ তুমি যদি আসমান হইতা
আমি হইতাম নিশি চাঁদ
তোমার বুকে মুখ লুকাইতাম
এক জীবনের এইতো সাধ।
ছেলেঃ পিরিতেরই যেই মালা,
দিলা আমায় পরাইয়া
জনম জনম যতন কইরা,রাখমু তারে জড়াইয়া
জনম জনম যতন কইরা রাখমু তার জড়াইয়া
=====মিউজিক=====
====আপলোড বাই====
==Aktar_NGA_Family==
=Choice By_RATNA_VAF=
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
মেয়েঃ আসুক না গো হাজার বিপদ
আসুক যতই ঝর তুফান
তোমায় ছেড়ে যাবো না তো
ওগো আমার জানের জান...
==================
ছেলেঃ আসুক না গো হাজার বিপদ
আসুক যতই ঝর তুফান
তোমায় ছেড়ে যাবো না তো
ওগো আমার জানের জান।
মেয়েঃ পিরিতেরই যেই মালা,
দিলা আমায় পরাইয়া
জনম জনম যতন কইরা,রাখমু তারে জড়াইয়া
জনম জনম যতন কইরা রাখমু তারে জড়াইয়া
ছেলেঃ তুমি আমার আমি তোমার,
তুমি ছাড়া আমি নাই
মেয়েঃ মরণ যদি আসে কভু,একই সাথে মরতে চাই।
ছেলেঃ মরণ যদি আসে কভু একই সাথে মরতে চাই
==Aktar_NGA_Family==