মেয়েঃ আমার ভেতরটা, একবার যদি, দেখানো যেতো
তোকে ভালোবাসি, বাসি যে কতো
ছেলেঃ আমার ভেতরটা, একবার যদি, দেখানো যেতো
তোকে ভালোবাসি, বাসি যে কতো
মেয়েঃ তোকে শুধু চাই
তোকে যেনো পাই
তোকে ছাড়া বাঁচবেনা, বলেছে সে তো
ছেলেঃ আমার ভেতরটা, একবার যদি, দেখানো যেতো
তোকে ভালোবাসি, বাসি যে কতো
আপলোড বাই *আল-আমিন*
* সুরের মিতালী পরিবার *
মেয়েঃ এক জীবনে, একবার এসে
তোকে ভেবে ভেবে, দিন যে কাঁটে
ছেলেঃ এক জীবনে, একবার এসে
তোকে ভেবে ভেবে, দিন যে কাঁটে
মেয়েঃ তোকে শুধু চাই
তোকে যেনো পাই
তোকে ছাড়া বাঁচবেনা, বলেছে সে তো
ছেলেঃ আমার ভেতরটা, একবার যদি, দেখানো যেতো
তোকে ভালোবাসি, বাসি যে কতো
আপলোড বাই *আল-আমিন*
* সুরের মিতালী পরিবার *
মেয়েঃ মন নদীতে, উঠেছে যে ঢেউ
সে বলে জীবনে, এলো বুঝি কেউ
ছেলেঃ মন নদীতে, উঠেছে যে ঢেউ
সে বলে জীবনে, এলো বুঝি কেউ
মেয়েঃ তোকে শুধু চাই
তোকে যেনো পাই
তোকে ছাড়া বাঁচবেনা, বলেছে সে তো
ছেলেঃ আমার ভেতরটা, একবার যদি, দেখানো যেতো
তোকে ভালোবাসি, বাসি যে কতো
মেয়েঃ আমার ভেতরটা, একবার যদি, দেখানো যেতো
তোকে ভালোবাসি, বাসি যে কতো
ছেলেঃ তোকে শুধু চাই
তোকে যেনো পাই
তোকে ছাড়া বাঁচবেনা, বলেছে সে তো
মেয়েঃ আমার ভেতরটা, একবার যদি, দেখানো যেতো
তোকে ভালোবাসি, বাসি যে কতো