গানঃ ও আমার জানরে, ও আমার প্রানরে
শিল্পীঃ পলাশ ও কনক চাঁপা
ছায়াছবিঃ হিংসার পতন
আপলোড বাই *আল-আমিন*
===Ready===
ছেলেঃ অ প্রিয়া.......
< অপেক্ষা করুন >
মেয়েঃ তুমি আমার, ভালোবাসা
দুটি দেহে, এক প্রানরে
ও আমার জানরে, ও আমার প্রানরে
ছেলেঃ ও আমার জানরে, ও আমার প্রানরে
< অপেক্ষা করুন >
তুমি আমারি, অ সুন্দরী
দুটি দেহে, এক প্রান রে
ও আমার জানরে, ও আমার প্রানরে
মেয়েঃ ও আমার জানরে, ও আমার প্রানরে
আপলোড বাই *আল-আমিন*
===Ready===
মেয়েঃ অ রে অ জান, শোনো তুমি
ছাড়বোনা আজ তোমায়
< অপেক্ষা করুন >
অ রে অ জান শোনো তুমি
ছাড়বোনা আজ তোমায়
ছেলেঃ তুমি আমি, প্রেম করি
ভাবিনা কিছুই যে আর
অ সুন্দরী আমার পেয়ারী
একবার বলো, আই লাভ রে
ও আমার জানরে, ও আমার প্রানরে
মেয়েঃ ও আমার জানরে, ও আমার প্রানরে
আপলোড বাই *আল-আমিন*
===Ready===
ছেলেঃ অ প্রেমী, অ পাগল
জানের চেয়ে বড়
< অপেক্ষা করুন >
অ প্রেমী অ পাগল
জানের চেয়ে বড়
মেয়েঃ তুমি আমি, প্রেম করি
ভাবিনা কিছুই যে আর
এ সুন্দরী, তোমার পেয়ারী
একবার বলো, আই লাভ রে
ও আমার জানরে, ও আমার প্রানরে
ছেলেঃ ও আমার জানরে, ও আমার প্রানরে
আপলোড বাই *আল-আমিন*
===Ready===
মেয়েঃ যেতে দেবোনা, আমি তোমাকে
লুকিয়ে রাখবো হেথায়
< অপেক্ষা করুন >
যেতে দেবোনা আমি তোমাকে
লুকিয়ে রাখবো হেথায়
ছেলেঃ একি সত্যি ভেবে মরি
থাকবো লুকিয়ে সেথায়
ছেলে+মেয়েঃ তুমি আমারি আমি তোমারী
দুটি দেহে এক প্রানরে
মেয়েঃ ও আমার জানরে, ও আমার প্রানরে
ছেলেঃ ও আমার জানরে, ও আমার প্রানরে
< অপেক্ষা করুন >
মেয়েঃ তুমি আমার ভালোবাসা
দুটি দেহে এক প্রানরে
ও আমার জানরে, ও আমার প্রানরে
ছেলেঃ ও আমার জানরে, ও আমার প্রানরে
*ধন্যবাদ*