menu-iconlogo
huatong
huatong
avatar

যে জন প্রেমের ভাব জানেনা | Je jon premer vab janena

Altafkhanhuatong
s_hayeshuatong
Тексты
Записи
যে জন প্রেমের ভাব যানেনা...

তার সঙ্গে নাই লেনা..দেনা,

খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনেনা...

38:44 যে জন প্রেমের ভাব যানেনা.....

44:48 তার সঙ্গে নাই লেনা দেনা,

48:55 খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা,

সে যন সোনা চেনেনা

খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা,

সে যন সোনা চেনেনা.....

কুটা কাটায় মানিক পাইল রে....

কুটা কাটায় মানিক পাইল রে

অতল পানিত ফেলিয়া দিল রে

সাত রাজার ধন মানিক হারাইয়া

ও হায়,সাত রাজার ধন মানিক হারাইয়া

কুটা কাঁটায় মন যে মানেনা

সে জন মানিক চেনেনা।

যে জন প্রেমের ভাব জানে না....

তার সঙ্গে নাই লেনা দেনা,

খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা,

সে যন সোনা চেনেনা।

খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা,

সে যন সোনা চেনেনা।

পিঁপড়ে বোঝে চিনির দাম.....

পিঁপড়ে বোঝে চিনির দাম

ও বানিয়া চেনে সোনা

মাটির প্রেমের মূল্য কে যানে,

ও হায় মাটির প্রেমের মূল্য কে যানে,

ধরায় আছে কয়জনা,

ধরায় আছে কয়জনা

যে জন সোনা চেনে না।

যে জন প্রেমের ভাব জানেনা.....

তার সঙ্গে নাই লেনা দেনা

খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনে না,

খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা

সে যন সোনা চেনে না,

সে যন সোনা চেনেনা..

সে যন সোনা চেনেনা..

Еще от Altafkhan

Смотреть всеlogo

Тебе Может Понравиться