(Singer1-F)==(Singre2-M)
========================
আআ আহাহা..
লালা লালা লা..
Uploaded by @Singer_Shimul
========Follow Me========
=========================
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
Uploaded by @Singer_Shimul
================
আআআ আআআআ
পৃথিবীর বুকে নয় তোমারি বুকে
প্রিয়তম দিও তুমি ঠাই
শুধু বুকে ঠাই নয়, প্রাণটি করে
হৃদয়ে রেখে দিতে চাই
গড়েছ এই মন তুমি সুখেরী কোন মহা প্লাবনে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
Uploaded by @Singer_Shimul
================
লা লালালা লালালা লা লা
হৃদয় আমার যেন একটা সাগর
তুমি যেন সাগরের ঢেউ
কি গভীর বন্ধন, এই দুজনার
কোন দিনও বুঝবেনা কেউ
তুমি যদি ভাঙ্গগ মন
ডুবে যাবে আখি দুটি শ্রাবণে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
জীবন ফুরিয়ে যাবে
ভালোবাসা ফুরাবে না জীবনে
মোরা, আরও আগে কেন আসিনি
কেন আসিনি এই ভূবনে
Uploaded by @Singer_Shimul
==================